প্যাটি বিক্রেতাদের উপর হামলা চালানো দুষ্কৃতীদের সংবর্ধনা, তোপ দাগল তৃণমূল

Must read

ধর্মের দোহাই দিয়ে অপরাধীদের আড়াল করাই একমাত্র উদ্দেশ্য বিজেপির। বিগ্রেডের অনুষ্ঠানে যারা গরিব প্যাটি বিক্রেতাদের উপর বর্বরোচিত হামলা চালাল সেই দুষ্কৃতীদের সংবর্ধনা দিলে গদ্দার অধিকারী। লজ্জার! ধিক্কার! এর তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস (TMC)।

রবিবার ব্রিগেডের অনুষ্ঠানে চিকেন প্যাটি বিক্রি করতে গিয়েছিলেন দুজন। একজন আরামবাগের বাসিন্দা শেখ রিয়াজুল। অন্যজন তপসিয়ার মহম্মদ সালাউদ্দিন। অভিযোগ গীতাপাঠের অনুষ্ঠানে শামিল হওয়া কয়েকজন যুবক তাঁদের হেনস্থা করে। প্যাটিস ফেলে দেওয়া হয়। তাঁদের মারধর করারও অভিযোগ ওঠে। কান ধরে ওঠবোসও করানো হয় বলে অভিযোগ। যারা প্যাটি বিক্রেতাদের হেনস্থা করল সেই দুষ্কৃতীদেরই সংবর্ধনা দিচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা।

আরও পড়ুন- হামলার বর্ষপূর্তিতেও রাজ্যসভায় নেই পূর্ণমন্ত্রীরা, বিরোধীদের দাবিতে অধিবেশন মুলতুবি

সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেস (TMC) তোপ দেগে জানিয়েছে,”ব্রিগেডের অনুষ্ঠানে যারা গরিব প্যাটি বিক্রেতার ওপর বর্বরোচিত হামলা চালাল, সেই দুষ্কৃতীদের সংবর্ধনা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী!
অপরাধীদের পাশে দাঁড়ানোই কি তাঁর তথাকথিত ‘হিন্দু ধর্ম’?
আসলে গুন্ডামি আর হিংসাকে প্রশ্রয় দেওয়াই বিজেপির আসল সংস্কৃতি। গরিব মানুষের পেটে লাথি মারা আর সমাজবিরোধীদের উৎসাহিত করে শুভেন্দু অধিকারী প্রমাণ করলেন বিজেপি কতটা জনবিদ্বেষী। ধর্মের দোহাই দিয়ে অপরাধীদের আড়াল করার এই ঘৃণ্য রাজনীতিকে ধিক্কার জানাই।”

Latest article