৩ বছরে তিনবার, মোদি-রাজ্যে ফের সেতু-বিপর্যয়

Must read

প্রতিবেদন : মোদি-শাহের সাধের গুজরাতে (Gujarat bridge disaster) ফের সেতু-বিপর্যয়! শুক্রবার সাতসকালে ভালসাদে ঔরঙ্গা নদীর উপরে ভেঙে পড়েছে নির্মীয়মাণ ব্রিজের একাংশ। ধ্বংসস্তূপে চাপা পড়ে গুরুতর জখম ৫ শ্রমিক।
গুজরাতে (Gujarat bridge disaster) সেতু-বিপর্যয় ‘রীতি’ এই প্রথম নয়। ২০২৫ সালে ভদোদরায় গম্ভীরা সেতু ভেঙে ১০ জনের মৃত্যু হয়। ২০২২ সালে মোরবি সেতু-বিপর্যয়ে ১৩৫ জন প্রাণ হারান। ডবল ইঞ্জিন রাজ্যের এই ডবল-ডবল সেতু-বিপর্যয়ে বিজেপিকে তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস। দলের সাফ কটাক্ষ, এই তো বিজেপির গুজরাত মডেলের বাস্তবিক ছবি! ডবল ইঞ্জিন রাজ্যে ডবল-ডবল বিপর্যয়ে বিধস্ত গুজরাতবাসী। সেতু ভেঙে পড়া অ্যাক্ট অফ গড নয়, অ্যাক্ট অফ ফ্রড! এর দায় নেবে না বিজেপির নেতারা? বাংলা হলে তো এতক্ষণে নোংরা রাজনীতি করতে নেমে পড়ত তারা, গুজরাত বলেই নীরব!

এদিন সকালে ঔরঙ্গা নদীর উপর নির্মীয়মাণ সেতুর শেষের দিকের দুটি পিলারের মাঝের অংশ ধসে পড়ে। একটি গার্ডার ক্ষতিগ্রস্ত হওয়ায় সেতুটি ধসে পড়েছে বলে খবর। গুজরাত সরকারের সড়ক ও বিল্ডিং দফতরের অধীনে ২০২৪ সাল থেকে ঔরঙ্গা সেতুর উপরে এই সেতুটি তৈরির কাজ চলছিল। ৪২ কোটি টাকা খরচে ২০২৬ সালের মধ্যে সেতুটি তৈরি হওয়ার কথা ছিল। ৭০০ মিটারের সেতুটি তৈরি হলে তা ভালসাদ শহরকে নিকটবর্তী গ্রামগুলির সঙ্গে যুক্ত করত। কিন্তু তার আগেই বিপত্তি!

আরও পড়ুন- ভয়াবহ আগুন রামগড় বাজারে, পুড়ে ছাই ৪০টি দোকান

ভালসাদের জেলাশাসক ভাব্য ভার্মা জানিয়েছেন, ঔরঙ্গা নদীর উপর পিলার বসানোর কাজ শেষ হয়ে গিয়েছে। গার্ডার স্থাপনের কাজ চলছিল। এদিন ভারা সরানোর সময় অবলম্বন কাঠামো কোনওভাবে পিছলে যায়। ফলে ব্রিজের ল্যাজের দিকে দুটি পিলারের মাঝের অংশ ভেঙে পড়ে। জখম ৫ শ্রমিককে দ্রুত উদ্ধার করে কস্তুরবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ব্রিজটি তৈরির বরাত দেওয়া হয়েছিল রয়্যাল ইঞ্জিনিয়ারিং ইনফ্রা প্রাইভেট লিমিটেড নামক একটি বেসরকারি সংস্থাকে। সেতু ভেঙে পড়া নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। তদন্তের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Latest article