প্রতিবেদন : বিজেপির শাসনে বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য ওড়িশায় গিয়ে হেনস্থার শিকার হলেন পূর্ব বর্ধমানের ফুলচাষিরা। ওড়িশার (Odisha) খুরদা রোড এলাকায় ফুলগাছের চারা বিক্রি করতে গিয়েছিলেন পূর্বস্থলীর কয়েকজন ফুলচাষি। তাঁদের ‘বাংলাদেশি’ তকমা দিয়ে বাংলাদেশে পুশব্যাকের হুমকি দেওয়া হয়। শেষে পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের উদ্যোগে তাঁরা মুক্তি পান।
এখন প্রশ্ন, ওড়িশার (Odisha) বিজেপি পরিচালিত সরকার কি চোখ বন্ধ করে বসে আছে? এইভাবে খেটে-খাওয়া মানুষের উপর ক্রমাগত আক্রমণ চলতে পারে না। বাংলার মানুষ এর একটা উপযুক্ত ব্যবস্থা করবে, বিজেপি ঠিক টের পাবে।
আরও পড়ুন- মেসি আজ গভীর রাতে শহরে, কাল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
পূর্বস্থলীর স্টেশন লাগোয়া পাণ্ডবপাড়ার বাসিন্দা সাহাবুদ্দিন শেখ, বাপন শেখ, সাগর শেখ ও শাহজাহান শেখেরা গিয়েছিলেন ওড়িশার খুরদা রোডে ফুলগাছের চারা বিক্রি করতে। ওই চার যুবককে বাংলায় কথা বলার অপরাধে দীর্ঘক্ষণ আটকে রেখে হেনস্থা করা হয়। তাঁদের কাছে বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও বাংলাদেশে পাঠানোর হুমকি দেওয়া হয়েছে। পুলিশ এসে তাঁদের থানায় নিয়ে গেলে সেখানকার বিজেপির লোকজন চড়াও হন। এরপর পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় পূর্বস্থলী থানায় ঘটনার কথা জানান। পূর্বস্থলী থানা খুরদা রোড এলাকার থানার সঙ্গে যোগাযোগ করে ফুলচাষিদের মুক্ত করে আনে। বিধায়ক বলেন, বাংলা থেকে বাঙালিরা বিজেপি-রাজ্যে গেলেই বিজেপির ইন্ধনে হেনস্থা করা হচ্ছে।

