প্রতিবেদন : মহাত্মা গান্ধী গ্রামীণ রোজগার যোজনা বা মনরেগা প্রকল্পের (MGNREGA) নাম পরিবর্তন করতে চলেছে কেন্দ্রীয় সরকার। তাদের প্রস্তাব প্রকল্প থেকে ‘মহাত্মা গান্ধী’ শব্দ দুটির বদলে ‘পুজ্য বাপু’ শব্দ দুটি বসানো হবে। কেন্দ্রের এই প্রস্তাবের কড়া নিন্দা ও প্রতিবাদ করেছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, এভাবে নাম বদলে কী হবে? কেন্দ্রীয় সরকার এমনিতেই কাজ করিয়ে গরিব মানুষকে টাকা দেয় না। মনরেগার টাকা দেয়নি, আবাসের টাকা দেয়নি। রাজ্যের বাকি প্রায় ২ লক্ষ কোটি টাকা। রাজ্য সরকার গরিব মানুষের সেই টাকা দিয়েছে।
এই বিজেপি সরকার আসলে বাংলা-বিরোধী। আর সেটা যে ভুল নয়, তার প্রমাণ মিলল আরও একবার। মনরেগার নাম বদলে তারা আসলে বাংলার ছোঁয়া মুছে ফেলতে চায়। কারণ, ‘মহাত্মা’ (MGNREGA) নামটা দিয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। তাই ওই শব্দটা মুছে দিয়ে তারা বাংলাকেই অস্বীকার করাতে চাইছে। এটাই বাংলা বিরোধী বিজেপির আরও একটা চক্রান্ত।
এরা বাংলা ও বাঙালিকে সম্মান করে না, আদালতকেও সম্মান করে না। ১০০ দিনের কাজ করিয়েই টাকা দেয় না! তাদের ১২৫ দিন কাজের গ্যারান্টির কী মূল্য মানুষ বুঝতে পারছে।
আরও পড়ুন- বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা: এবার কালনার ফুলচাষিদের পুশব্যাকের হুমকি ওড়িশায়

