এসএসসি নবম-দশমের ফল প্রকাশিত, নিয়োগে সময় বাড়াতে সুপ্রিম কোর্টে আর্জি

ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর কবে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন।

Must read

প্রতিবেদন : এসএসসির তরফে প্রকাশ করা হল নবম-দশমের শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের তালিকা। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষার্থীরা নিজেদের আইডি, পাসওয়ার্ড এবং ফোন নম্বর দিয়ে ফলাফল জানতে পারবেন। ৩২,২২০টি শূন্যপদের জন্য প্রায় ৪০ হাজার জনের নামের তালিকা প্রকাশ করল এসএসসি। কমিশন জানিয়েছে, তালিকায় যাঁদের নাম উপরের দিকে থাকবে, তাঁরা ইন্টারভিউয়ে অগ্রাধিকার পাবেন। তথ্য যাচাইয়ের জন্য কারা যোগ্য সেই তালিকাও প্রকাশ করেছে এসএসসি।

আরও পড়ুন-দিনের কবিতা

ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর কবে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন। নবম-দশমে শূন্যপদ রয়েছে মোট ৩২ হাজার ২২০, পরীক্ষার্থী ছিলেন ২ লক্ষ ৯৩ হাজার ১৯২ জন। একাদশ-দ্বাদশ এবং নবম-দশম মিলিয়ে যদি কোনও যোগ্য শিক্ষক বাদ চলে যান, তাহলে সেক্ষেত্রেও গুরুত্ব সহকারে দেখবে শিক্ষা দফতর। এমনটাই জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ফল প্রকাশের পর এসএসসিকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। মন্ত্রী বলেন, এসএসসি-কে আমি অভিনন্দন জানাব নবম-দশমের ফল প্রকাশ করে ভেরিফিকেশনের দিকে যাচ্ছে। পুরো প্রক্রিয়া শেষ হওয়ার পর মুষ্টিমেয় যা বাকি থাকবে, সেই নিয়ে আমার মুখ্যমন্ত্রীর সঙ্গে একপ্রস্থ আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী তাদের বিষয়ে যথেষ্ট কনসার্ন। তবে আইনি বেশ কিছু বিষয় রয়েছে। সেই বিষয়ে আমি এখন কিছু বলব না। কিন্তু যোগ্য যারা বাকি থাকবে, তাদের ক্ষেত্রে আমাদের সরকার বিষয়টিকে সদর্থক এবং সহৃদয় ভাবে বিচার করবে।
নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট৷ কিন্তু এখনও একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়নি। যতদিন না একাদশ-দ্বাদশের ইন্টারভিউ শেষ হবে ততদিন নবম-দশমের জন্য ইন্টারভিউ শুরু করা যাবে না বলে জানিয়েছে এসএসসি। এই পরিস্থিতিতে খানিকটা সময় চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কমিশন।
এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, এসএসসির কাছে স্বচ্ছতা এবং মেধা একমাত্র গুরুত্ব। আমার ধারণা ওরা আদালত থেকে ১৫ দিন অতিরিক্ত সময় চাইবে। আমার সঙ্গে সেই মোতাবেক কথা হয়েছে।

Latest article