অভিষেকের প্রশ্নের সদুত্তর নেই কেন্দ্রের

দিল্লির দূষণ প্রতিরোধে কী ব্যবস্থা নিচ্ছে মোদি সরকার, সংসদে এই প্রশ্ন তুলে বিজেপিকে অত্যন্ত বিপাকে ফেলে দিয়েছেন তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Must read

নয়াদিল্লি: দিল্লির দূষণ প্রতিরোধে কী ব্যবস্থা নিচ্ছে মোদি সরকার, সংসদে এই প্রশ্ন তুলে বিজেপিকে অত্যন্ত বিপাকে ফেলে দিয়েছেন তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই প্রশ্নের কোনও সদুত্তরই দিতে পারলেন না স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রতাপরাও যাদব। স্পষ্ট করে বলতে পারলেন না, দূষণ নিয়ন্ত্রণে কী ব্যবস্থা নিচ্ছে সরকার। তবে তৃণমূল কংগ্রেস সহ বিরোধীদের চাপের মুখে পড়ে ফের মাথা নত করতে বাধ্য হল মোদি সরকার৷ আগামী সপ্তাহে সংসদের চলতি শীতকালীন অধিবেশনের শেষ লগ্নে সংসদের উভয় কক্ষে দিল্লি সহ সারা দেশের বিভিন্ন বড় শহরের বায়ুদূষণ নিয়ে আলোচনা করা হতে পারে৷ সংসদের বিষয় উপদেষ্টা কমিটি বা বিএসিতে এই বিষয় নিয়ে আলোচনার পরেই চূড়ান্ত নির্ঘণ্ট তৈরি করা হতে পারে বলে শুক্রবার দিল্লিতে ইঙ্গিত দিয়েছেন সংসদ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী প্রতিবছরের মতো এবছর দিল্লির দূষণ রুখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বিজেপি সরকার।

আরও পড়ুন-মুখরক্ষায় বরখাস্ত চার অপারেশনস ইনস্পেক্টর

গত কয়েক সপ্তাহে দিল্লি-সহ গোটা উত্তর ভারত মারাত্মক বায়ুদূষণের কবলে৷ এই পরিস্থিতিতে শিশু ও বয়স্ক সহ অগণিত লোক অসুস্থ হয়ে পড়ছেন৷ তাঁদের জীবন বিপন্ন হচ্ছে৷ এই পরিস্থিতিতে সংসদে বায়ুদূষণ নিয়ে আলোচনার জন্য সবার আগে সোচ্চার হয়েছিল তৃণমূল কংগ্রেস৷ পরে এই ইস্যুতে সোচ্চার হয় বিরোধী শিবিরের অন্যান্য দলও৷ শুক্রবার এই দাবির পরিপ্রেক্ষিতে লোকসভার জিরো আওয়ারে বক্তব্য রাখতে গিয়ে অবিলম্বে সংসদে বায়ুদূষণ নিয়ে আলোচনার দাবি জানান লোকসভার বিরোধী দলনেতা৷ তাঁকে সমর্থন জানান বিরোধী শিবিরের অন্যান্য দলের সাংসদরাও৷ এর পরেই সরকারের তরফে বক্তব্য রাখতে গিয়ে সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু জানান, আগামী সপ্তাহেই করা হতে পারে বায়ুদূষণ সংক্রান্ত বিশেষ আলোচনা৷
উল্লেখ্য, সংসদের চলতি শীতকালীন অধিবেশনে ভোটার তালিকার নিবিড় সংশোধন ইস্যুতে আলোচনা করতে হবে, এই দাবি তুলে এর আগে সরকারকে প্রথম চেপে ধরেছিল তৃণমূল কংগ্রেস৷

Latest article