সোনালির মতো বাকিদেরও ফেরান, কেন্দ্রকে সুপ্রিম কোর্ট

সোনালি বিবিকে দেশে ফেরানো হলেও এখনও বীরভূমের বাসিন্দা আরও চারজনকে বাংলাদেশ থেকে ভারতে ফেরানোর ক্ষেত্রে টালবাহানা করছে মোদি সরকার৷

Must read

প্রতিবেদন : সোনালি বিবি ও তাঁর নাবালক সন্তান বাংলাদেশ থেকে বীরভূমের বাড়িতে ফিরে এলেও এখনও বাকিদের ফেরানো যায়নি। বাংলাদেশ থেকে বাকি চারজনকে দেশে ফেরাতে টালবাহানা করছে কেন্দ্রীয় সরকার। এবার ফের সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নির্দেশ দিল অবিলম্বে বাকি চারজনকে দেশে ফেরাতে। শুক্রবার কেন্দ্রকে উদ্দেশ্য করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে পুশব্যাক করা বাকি চারজনকে দেশে ফেরানোর কথা বিবেচনা করুন।

আরও পড়ুন-বডি শেমিং অপরাধ

সোনালি বিবিকে দেশে ফেরানো হলেও এখনও বীরভূমের বাসিন্দা আরও চারজনকে বাংলাদেশ থেকে ভারতে ফেরানোর ক্ষেত্রে টালবাহানা করছে মোদি সরকার৷ এদের মধ্যে আছে সোনালি বিবির স্বামী দানিশ শেখ, তাঁদের পরিচিত সুইটি বিবি এবং তাঁর দুই সন্তান৷ সীমান্তের ওপারে থাকা এই চারজনের জন্য নিরাপদ নয়, শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে অভিযোগ জানান সোনালি বিবির বাবা ভাদু শেখের আইনজীবী সঞ্জয় হেগড়ে৷ এই প্রসঙ্গেই তাঁর দাবি, চারজনের ভারতীয় নাগরিকত্বের প্রমাণ স্বরূপ যাবতীয় নথি থাকা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার তাদের দেশে ফেরাচ্ছে না। এই পরিস্থিতিতে বাংলাদেশে আটক থাকা চারজনকে দ্রুত বাংলাদেশ থেকে দেশে ফেরানো যায় কি না মানবিক দৃষ্টিকোণ থেকে তা খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় সরকারকে শুক্রবার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর নেতৃত্বাধীন বেঞ্চ৷ আগামী ৬ জানুয়ারি হবে এই মামলার পরবর্তী শুনানি৷ এর মধ্যে জরুরি কোনও অবস্থা তৈরি হলে কেন্দ্রীয় সরকারকে দ্রুত পদক্ষেপ করতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত৷ এদিন বীরভূমের আদি বাসিন্দা পরিযায়ী শ্রমিক সোনালি বিবির স্বাস্থ্যের খোঁজ নেয় সুপ্রিম কোর্ট। ইতিমধ্যেই সোনালির যাবতীয় চিকিৎসার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার৷ একই সঙ্গে দেখভাল করা হচ্ছে সোনালির সঙ্গে বীরভূমে ফিরে আসা তাঁর ৮ বছরের শিশু সন্তানেরও৷

Latest article