প্রতিবেদন : কেউ ৪ হাজার, কেউ ৮ হাজার, কেউ ১০ এমনকী ১৫ হাজার টাকা দিয়ে টিকিট (Messi_ticket) কেটেছেন। কিন্তু চরম বিশৃঙ্খলার কারণে মেসিকে দেখাই হল না তাঁদের। মাসের পর মাস যাঁরা স্বপ্নের নায়ককে দেখার জন্য অপেক্ষা করছিলেন, টিকিট কাটার অর্থ জমিয়েছিলেন, তাঁদের স্বপ্ন ভেঙে চুরমার হল আয়োজকদের অপেশাদারিত্বে। এই পরিস্থিতিতে দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করার কথা জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। যুবভারতীর গোট কনসার্টে লজ্জার ঘটনার পর সাংবাদিক বৈঠকে এসে রাজীব কুমার বলেন, যা টিকিট বিক্রি হয়েছে সেই টাকা ফেরত দিতে হবে। মেসিকে কেউ দেখতে পায়নি। তিনি আরও বলেন, টিকিট ফেরত দেওয়ার ব্যাপারে উদ্যোক্তারা যদি সঠিক ব্যবস্থা না নেয় তাহলে পদক্ষেপ করা হবে। তদন্তে কেউ দোষী প্রমাণিত (Messi_ticket) হলে ব্যবস্থা নেওয়া হবে। কেউ ছাড় পাবে না। একই কথা বলেন এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম।
আরও পড়ুন- গেরুয়া পতাকা হাতে বিশৃঙ্খলায় ওরা কারা

