রঙ-তুলি, গান-গল্পে গাঁথা বাংলার পটচিত্র পেল জাতীয় পুরস্কার

পশ্চিম মেদিনীপুরের পিংলার নয়া গ্রামের শিল্পী স্বর্ণ চিত্রকর রাষ্ট্রপতি ভবনে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে পেলেন জাতীয় পুরস্কার।

Must read

মৌসুমী হাইত, পিংলা: পশ্চিম মেদিনীপুরের পিংলার নয়া গ্রামের শিল্পী স্বর্ণ চিত্রকর রাষ্ট্রপতি ভবনে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে পেলেন জাতীয় পুরস্কার। রঙ, গান, তুলি আর গল্পে গাঁথা বাংলার পটচিত্র আবারও দেশের মাটিতে দারুণ সাফল্য এনে দিল। রাষ্ট্রপতি ভবনে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে অংশ নিয়ে মিলেছে এই জাতীয় পুরস্কার। জানা গিয়েছে, রাষ্ট্রপতি ভবনে ৯ ডিসেম্বর দেশের সেরা শিল্পীদের সঙ্গে স্বর্ণ চিত্রকর নিজের হাতেই পুরস্কার নেন রাষ্ট্রপতির কাছ থেকে। দেশের বিভিন্ন প্রান্তের নির্বাচিত শিল্পীদের সঙ্গে পটশিল্পী স্বর্ণ চিত্রকরও তাঁর শিল্পকর্ম প্রদর্শন করেন। বাংলা থেকে নির্বাচিত একমাত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী এবার তিনিই। নিজের প্রতিভা আর সৃজনশীলতার জোরে এই জায়গায় পৌঁছেছেন তিনি। স্বর্ণ চিত্রকর বলেন, ২০২৪ সালে আমাকে শিল্প প্রদর্শনের জন্য মনোনীত করা হয়েছিল। তারপর এ বছর রাষ্ট্রপতি ভবনে অন্যদের সঙ্গে আমার কাজ প্রদর্শনের সুযোগ পাই। জাতীয় পুরস্কার যে আমার হাতে উঠবে, তা ভাবিনি। এটা আমার জীবনের সর্বাধিক আবেগঘন মুহূর্ত। বাংলা পটশিল্পের ইতিহাসে এটি এক মূল্যবান সংযোজন। এর আগে এই মাটিরই শিল্পী গুরুপদ চিত্রকর (২০০১), আনোয়ার চিত্রকর (২০০৭) জাতীয় পুরস্কার পেয়েছিলেন। সেই তালিকায় যুক্ত হল নতুন নাম স্বর্ণ চিত্রকর।

আরও পড়ুন-রঙ-তুলি, গান-গল্পে গাঁথা বাংলার পটচিত্র পেল জাতীয় পুরস্কার

উল্লেখ্য, পিংলার নয়াগ্রাম এখন আন্তর্জাতিকভাবে পরিচিত ‘পটচিত্র গ্রাম’ হিসেবে। এখানকার শিল্পীরা রং-তুলির টানে শুধুই ছবি আঁকেন না, তাঁরা গেয়ে শোনান গল্প, ইতিহাস, সংস্কৃতি। দেশবিদেশে প্রদর্শনী থেকে প্রশিক্ষণ সব জায়গায় স্বীকৃতি পেয়েছে এই শিল্পকলা। স্বর্ণ চিত্রকরের সাফল্য সেই ঐতিহ্যকেই আরও উজ্জ্বল করে তুলল। নয়া গ্রামের আঙিনা থেকে আবারও রাষ্ট্রপতি ভবন পর্যন্ত পৌঁছে গেল বাংলার পটশিল্পের গর্ব। এই পুরস্কার শুধু একজন শিল্পীর নয়, গোটা অঞ্চলের, বাংলার সম্মান।

Latest article