প্রতিবেদন : বই পড়লে যে আবেগে ভাসা যায়, ল্যাপটপ বা ফোনের মধ্যে সেই আবেগ আসে না। বই পড়া মানেই নস্টালজিয়া। আজকালকার দিনে যা হারিয়ে যাচ্ছে। ষষ্ঠ কলকাতা জেলা বইমেলার (bookfair) উদ্বোধনে এসে এমনটাই জানালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-হুগলিতে হবে বিশ্ব ইজতেমা নিরাপত্তা নিয়ে কড়া নির্দেশ
রাজ্যের গ্রন্থাগার দফতরের উদ্যোগে কসবা রাজডাঙা মাঠে ২১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা। দুপুর সাড়ে বারোটার দিকে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত চলবে মেলা। এদিন মেলার উদ্বোধন করলেন গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, ডেপুটি স্পিকার ডঃ আশিস বন্দ্যোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন প্রচেত গুপ্ত।

