গঙ্গাসাগর নিয়ে বৈঠক ইজতেমা সফলের নির্দেশ

গঙ্গাসাগরের (Gangasagar) প্রস্তুতি নিয়ে সোমবার দীর্ঘ বৈঠক মুখ্যমন্ত্রীর৷ সরকারের বিভিন্ন দফতরের সচিব এবং মন্ত্রীদের নিয়ে এই বৈঠক৷ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই মেলা

Must read

প্রতিবেদন : গঙ্গাসাগরের (Gangasagar) প্রস্তুতি নিয়ে সোমবার দীর্ঘ বৈঠক মুখ্যমন্ত্রীর৷ সরকারের বিভিন্ন দফতরের সচিব এবং মন্ত্রীদের নিয়ে এই বৈঠক৷ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই মেলা৷ এবার কুম্ভমেলা না থাকায় গঙ্গাসাগরে ভিড় গতবারের তুলনায় অনেকটাই বেশি হবে৷ সেই কারণে নিরাপত্তা–সহ পরিকাঠামোয় যাতে কোনওরকম সমস্যা না হয় তার জন্য বিভিন্ন দফতরকে নির্দেশ দিয়েছেন৷

আরও পড়ুন-নিরাপত্তার বাড়াবাড়ি শুধু যুবভারতীতে, নেই অন্যত্র

অন্যদিকে এদিনই মুখ্যমন্ত্রী বিশ্ব ইজতেমা সমাবেশ নিয়ে বৈঠক করেন৷ সমাবেশ হবে হুগলির পুইনানে৷ প্রায় ১৫ লক্ষের সমাবেশ৷ সেই কারণে প্রস্তুতি ও প্রশাসনিক সহযোগিতা নিয়ে বিস্তারিত নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷

Latest article