ইউপিআই প্রতারণা, অভিষেকের প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর নেই কেন্দ্রের

Must read

নয়াদিল্লি: ইউপিআই প্রতারণার ঘটনার নিষ্পত্তিতে কেন্দ্রের ভূমিকা নিয়ে লোকসভায় প্রশ্ন তুললেন তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। লিখিত প্রশ্নে তিনি জানতে চাইলেন, ৭ দিন ও ৩০ দিনের মধ্যে এই ধরনের কতগুলি প্রতারণার মামলার নিষ্পত্তি হয়েছে এবং কাস্টমারদের টাকা ফেরানোর ব্যবস্থা করা হয়েছে? রাজ্যভিত্তিক তালিকা দাবি করেন অভিষেক (Abhishek Banerjee)। একই সঙ্গে এ-ব্যাপারে বিভিন্ন ব্যাঙ্ক এবং অ্যাপ্লিকেশনের তুলনামূলক তৎপরতার তথ্যও দাবি করেন অভিষেক। তাঁর প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরি স্বীকার করেছেন রির্জাভ ব্যাঙ্ক এবং এমপিসিআই জানিয়েছে, এই সংক্রান্ত রাজ্যভিত্তিক তথ্য তাদের কাছে নেই।

আরও পড়ুন-শিক্ষাক্ষেত্রকে কুক্ষিগত করার অপচেষ্টা বিজেপির তীব্র বিরোধিতা সৌগতর

Latest article