সংবাদদাতা, কোতুলপুর : বাঁকুড়ার কোতুলপুর বিধানসভার দেশড়া কোয়ালপাড়া অঞ্চলের ১০০টি পরিবারের মোট প্রায় ৪০০ জন সদস্য সিপিএম, বিজেপি ও কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে (TMC) যোগদান করলেন। এদিন রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের নানা বঞ্চনার প্রতিবাদে কোতুলপুর ব্লকের দেশড়া কোয়ালপাড়ায় তৃণমূল কংগ্রেসের (TMC) পক্ষে একটি প্রতিবাদী পথসভার আয়োজন করা হয়। তৃণমূলের দাবি, সেই সভা থেকেই এলাকার বিজেপি, সিপিএম ও কংগ্রেস ছেড়ে ১০০টি পরিবারের মোট ৪০০ জন সদস্য কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহারের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন। রাজ্যের উন্নয়ন দেখে অনুপ্রাণিত হয়ে এদিনের সভামঞ্চে এঁরা যোগদান করেন বলে জানান সদ্য তৃণমূলে আসা বিভিন্ন দলের কর্মীরা। তৃণমূল মনে করছে, এই যোগদানে আগামী ২৬-এর নির্বাচনে তাদের হাত আরও শক্ত হবে।
আরও পড়ুন- কমিশনের তালিকায় জীবিত কাউন্সিলর হলেন মৃত! প্রতিবাদ করলেন শ্মশানে গিয়ে

