প্রতিবেদন : দিল্লি পৌঁছেই কড়া চ্যালেঞ্জ ছুঁড়লেন বিজেপিকে। লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) স্পষ্ট ভাষায় বললেন, এসআইআর বা এফআইআর যাই করুক বিজেপি, বাংলায় ছাব্বিশের ভোটে একটা হলেও আসন বাড়বে তৃণমূলের, ভোট শতাংশও বাড়বে। বিজেপির ক্ষমতা নেই সেই চ্যালেঞ্জ গ্রহণ করার। তৃণমূলের আসন বাড়লে ১০ কোটি বাঙালির কাছে ক্ষমা চাইতে হবে বিজেপিকে। আর বকেয়া ২ লক্ষ কোটি টাকা ৭ দিনের মধ্যে ছাড়তে হবে। মেসি সংক্রান্ত ঘটনা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করতেই অভিষেকের (Abhishek Banerjee) পাল্টা প্রশ্ন, কুম্ভমেলায় প্রায় ১০০ জন মারা গিয়েছেন। যোগী আদিত্যনাথ কোনও তদন্ত করেছেন? নয়াদিল্লি স্টেশনে কত মানুষ পদপিষ্ট হয়ে মারা গেলেন। বিজেপি তদন্ত করেছে? মাথায় রাখবেন স্টেডিয়ামের ঘটনার এক ঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রী নিজে ক্ষমা চেয়েছেন। তারপর তদন্ত হচ্ছে, গ্রেফতার হচ্ছে, শাস্তি হচ্ছে। মানুষের সামনে এই সরকার সবসময় মাথা নিচু করে। বিজেপির এই রাজনৈতিক শিক্ষাটা নেই। অভিষেকের জিজ্ঞাসা, বিজেপি নেতাদের এই প্রশ্ন কেন করা হয় না? প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার সময় বলেছিলেন কালাধন দেশে ফেরাবেন। ফিরেছে? প্রধানমন্ত্রী দেশের মানুষের কাছে ক্ষমা চেয়েছেন? যারা নিজেরা জবাব দিতে ভয় পায়, তারা কোন সাহসে তৃণমূলকে প্রশ্ন করে? এই কারণে বিজেপি বারবার হারছে তৃণমূলের কাছে।
আরও পড়ুন: সোডিয়াম পটাশিয়ামের সমস্যা

