নেতাজি ইনডোরে মুখ্যমন্ত্রী থাকছেন ব্যবসায়ী সম্মেলনে

Must read

প্রতিবেদন : আজ, বুধবার নেতাজি ইনডোরে ব্যবসায়ী সম্মেলনে যোগ দেবেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগী এবং ব্যবসায়ীদের সুবিধা ও সমস্যা নিয়ে আলোচনা হবে। কথা বলবেন মুখ্যমন্ত্রী। এবং ভবিষ্যৎ পদক্ষেপ নিয়েও আলোচনা হবে। সম্মেলনের আয়োজক কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনস্‌। আশা করা হচ্ছে রাজ্যের ২৩টি জেলা থেকে কম করে ১২ হাজার ব্যবসায়ী সম্মেলনে যোগ দেবেন। ব্যবসায়ীদের সঙ্গে এ-ধরনের সম্মেলন রাজ্যে নিশ্চিতভাবে অভিনব। বাংলায় প্রায় ৬০-৬৫ লক্ষ ব্যবসায়ী রয়েছেন, যাঁদের মাধ্যমে এক কোটির বেশি মানুষের জীবিকা জড়িয়ে রয়েছে। ব্যবসার আরও অনুকূল পরিস্থিতি তৈরির জন্য কী ধরনের নীতিগত ও প্রশাসনিক সহায়তা রাজ্য করতে পারে, সে-নিয়ে ব্যবসায়ীদের তরফ থেকে পরামর্শ চাওয়া হতে পারে। রাজ্য সরকার-ব্যবসায়ী সমাজের মধ্যে নিয়মিত সংলাপ বজায় রাখাই মূল উদ্দ্যেশ্য। আয়োজকরা জানিয়েছেন মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) সেফ ড্রাইভ, সেভ লাইফ উদ্যোগের সঙ্গে সঙ্গতি রেখে কলকাতা পুলিশ ও ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন প্রায় ১,১০০ হেলমেট বিতরণ করবে।

আরও পড়ুন: সোমবার বিএলএ-কর্মীদের নিয়ে ইনডোরে সভা নেত্রীর

Latest article