বুধবার নবান্নে যাওয়ার পথে আচমকাই এসএসকেএম-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Maa Canteen_Mamata Banerjee)। ঘুরে দেখেন মা ক্যান্টিন। দেখলেন খাবারের গুণগতমান, কোন পরিবেশে কীভাবে রান্না হচ্ছে, কীভাবে এই ক্যান্টিনে কাজ হচ্ছে? কীভাবে খাবার পরিবেশন হচ্ছে।

মমতা বন্দ্য়োপাধ্যায় বরাবরই মানুষের সুখ-দুঃখের সঙ্গী। গরিব মানুষের মুখে অন্ন তুলে দিতে তিনি চালু করেছিলেন ‘মা ক্যান্টিন’ (Maa Canteen_Mamata Banerjee)। আজ হঠাৎই কলকাতার এক মা ক্যান্টিনে হাজির হলেন তিনি, নিজের হাতে ক্ষুধার্ত মানুষের হাতে তুলে দিলেন অন্ন। তাঁকে কাছে পেয়ে দারুণ খুশি আগত মানুষজন, প্রাণ ভরে আশীর্বাদ করলেন অশীতিপর বৃদ্ধ-বৃদ্ধারা।

আরও পড়ুন- বিহার জুড়ে নিন্দার ঝড়: মুসলিম নারীকে অপমান নীতীশের, জোরালো হচ্ছে পদত্যাগের দাবি
মুখ্যমন্ত্রীর নির্দেশে হাসপাতালে ভর্তি থাকা রোগীর বাড়ির লোকজনের মুখে খাবার তুলে দেওয়ার লক্ষ্যে রাজ্য সরকার মা ক্যান্টিন পরিষেবা চালু করেছে। ম্যা ক্যান্টিন বেশিরভাগ বাজারের সামনেও রয়েছে। মা ক্যান্টিনে মাত্র ৫ টাকায় পুষ্টিকর খাবার সরবরাহ করা হয়, যেমন ভাত, ডাল ও ডিমের তরকারি, যা মূলত দুপুরে পরিবেশিত হয়, বিশেষত হাসপাতালগুলিতে এবং বিভিন্ন জনবহুল স্থানে চালু আছে, যার উদ্দেশ্য রাজ্যের মানুষের খাদ্য সুরক্ষা নিশ্চিত করা।



