‘২ কোটি কর্মসংস্থান রাজ্যে, ৪০ শতাংশ বেকারত্ব কমেছে’, শিল্প ও বাণিজ্য সম্মেলনে উন্নয়নের খতিয়ান মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়াম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) শিল্পের নিরিখে রাজ্যের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যতে সম্ভাবনা নিয়ে রাজ্যের অবস্থান স্পষ্ট করলেন

Must read

বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়াম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) শিল্পের নিরিখে রাজ্যের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যতে সম্ভাবনা নিয়ে রাজ্যের অবস্থান স্পষ্ট করলেন। তিনি বলেন, ”পশ্চিমবঙ্গের নামে গুজব ছড়ানো হচ্ছে। কিছু মানুষ শুধু পশ্চিমবঙ্গের বদনাম করে। কে বলে পশ্চিমবঙ্গে শিল্পের সম্ভাবনা নেই? পশ্চিমবঙ্গ এশিয়ার অন্যতম বড় লজিস্টিক হাব, যা শিল্পক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গ অত্যন্ত শান্তিপূর্ণ রাজ্য। কখনও কখনও রাজ্যের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানো হয়। টাকা নিয়ে সোশাল মিডিয়ায় রাজ্যের বদনাম করা হয়। এই ভুয়ো খবরকে চ্যালেঞ্জ করছি। ব্যবসায়ীদের কাজ করার স্বাধীনতা দিতে হবে। সব ব্যাপারে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন নেই।”

আরও পড়ুন-নতুন করে আরও ১৫,৮০০ কোটি টাকা বিনিয়োগ: সঞ্জীব গোয়েঙ্কা

তিনি বলেন, ”দেউচা পাচামির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এর আগে ১২-১৬ ঘণ্টা লোডশেডিং হত। এখন ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ হচ্ছে। ২ কোটি কর্মসংস্থান তৈরি হয়েছে। ৪০ শতাংশ বেকারত্ব কমানো গিয়েছে। পুরুলিয়ায় জঙ্গল সুন্দরী প্রকল্পের কাজ চলছে। তথ্যপ্রযুক্তিক্ষেত্রে এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। এ-রাজ্যের সিলিকন ভ্যালি ৩৫ হাজার কোটির বিনিয়োগ টেনেছে। বাংলায় পর্যটনশিল্প আন্তর্জাতিক স্তরেও স্বীকৃত। রাষ্ট্রপুঞ্জ দুর্গাপুজো ও কালীপুজোকে স্বীকৃতি দিয়েছে। শিলিগুড়িতে তৈরি হবে মহাকাল মন্দির।” এরপরেই কেন্দ্রকে তোপ দেগে তিনি বলেন, ১০০ দিনের কাজ, আবাস যোজনার প্রাপ্য অর্থ দিচ্ছে না কেন্দ্র। তারপরেও সাধারণ মানুষদের জন্য বহু প্রকল্প চালাচ্ছে রাজ্য সরকার। ১০০ দিনের কাজের প্রকল্প থেকে সরানো হয়েছে গান্ধীজীর নাম। জাতির জনককেও কি আমরা ভুলে যাচ্ছি?”

Latest article