বড়দিন উপলক্ষে পুলিশের ছুটি বাতিল

১৮ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল বড়দিনের (Christmas) উৎসব। অ্যালেন পার্ক থেকে উৎসবের সূচনা করলেন খোদ মুখ্যমন্ত্রী।

Must read

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল বড়দিনের (Christmas) উৎসব। অ্যালেন পার্ক থেকে উৎসবের সূচনা করলেন খোদ মুখ্যমন্ত্রী। এর মাঝেই দুর্গাপুজো ও কালীপুজোর মতোই এবার বড়দিন উপলক্ষে পুলিশ কর্মীদের ছুটিতে নিষেধাজ্ঞা জারি করা হল। আগামী ২৪ ডিসেম্বর থেকে নয়া বছরের ২০ জানুয়ারী ২০২৬ পর্যন্ত বাতিল করা হল পুলিশ প্রশাসনের ছুটি। রাজ্য জুড়েই একের পর এক উৎসব ঘিরে আইনশৃঙ্খলা বজায় রাখতে কড়া পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ পুলিশ। নির্দেশিকায় জানানো হয়েছে যে, এই সময়ে পুলিশ কর্মীদের ছুটি দেওয়া যাবে না। আরও বলা হয়েছে যারা ইতিমধ্যেই ছুটিতে আছেন তাদের আগামী ২৪ তারিখের মধ্যেই বাধ্যতামূলকভাবে কাজে ফিরতে হবে।

আরও পড়ুন-মায়ের সামনে থেকে সন্তানকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা লেপার্ডের

উৎসব সামাল দিতে এর আগেও পুলিশ প্রশাসনকে গুরু দায়িত্ব পালন করতে হয়েছে। দায়িত্বে না থাকলেও সমস্ত পুলিশকর্মীকে ব্যারাকে অবস্থান করতে হয়েছে যাতে প্রয়োজনে তাদের মোতায়েন করা যায়। উৎসবের দিনগুলিতে জনস্বার্থে সর্বাধিক সংখ্যক পুলিশ রাস্তায় নামানোই মূল উদ্দেশ্য। এই পরিস্থিতিতে পুলিশের উপস্থিতি ও নজরদারি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আগেভাগেই বাহিনীকে সতর্ক রেখে ছুটির ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং বড়দিন উপলক্ষে কোনরকম অপ্রীতিকর ঘটনা বা ভিড়ে পদপিষ্ট হওয়ার মত ঘটনা এড়াতে ইতিমধ্যেই প্রস্তুত পুলিশ। রাজ্যের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ যথেষ্ট সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।​

Latest article