নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর : পাকিস্তানের এক আন্তর্জাতিক কবাডি খেলোয়াড় বাহারিনে একটি টুর্নামেন্টে অংশ নিয়ে দেশে তুমুল সমস্যার মধ্যে পড়ছেন। তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগও আনা হয়েছে।
খেলোয়াড়টির নাম ওবেদুল্লাহ রাজপুত (ubaidullah rajput)। জিসিসি টুর্নামেন্টে তাঁকে ভারতের জার্সি পরে ও পতাকা হাতে ভিডিওতে দেখা গিয়েছে বলে অভিযোগ। বাহারিনে এই টুর্নামেন্ট শুরু হয়েছিল ১৬ ডিসেম্বর। তিনি যে দলের হয়ে খেলতে নেমেছিলেন তার নাম ছিল ইন্ডিয়া। এই ভিডিও সামনে আসার পরই পাকিস্তানের কবাডি কর্তাদের তা নজরে এসেছে।
আরও পড়ুন-মায়ের সামনে থেকে সন্তানকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা লেপার্ডের
পাকিস্তানের কবাডি সংস্থার সচিব রানা সারওয়ার জানিয়েছেন, বিষয়টি নিয়ে ২৭ ডিসেম্বর জরুরি বৈঠক ডাকা হয়েছে। রাজপুত ও যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে। তিনি জানিয়েছেন বিভিন্ন দল ভারত, পাকিস্তান, ইরান, কানাডা প্রভৃতি নাম নিয়ে খেলেছিল। কিন্তু সবাই তাদের নিজেদের অরিজিনের প্লেয়ার নিয়ে খেলেছে। ভারতীয় প্লেয়াররা তাদের দলের হয়ে খেলেছে। রাজপুত তাদের সঙ্গে খেলেছে। যা মেনে নেওয়া যায় না। পাক কবাডি কর্তা আরও জানিয়েছেন, ১৬ জন পাকিস্তানি খেলোয়াড় অনুমতি ছাড়াই বাহারিনে খেলেছেন। যারা অনুমতি ছাড়াই পাকিস্তান দলের হয়ে খেলেছেন তারাও শাস্তির মুখে পড়বেন। রাজপুত (ubaidullah rajput) পরে ক্ষমা চেয়েছেন। তিনি দাবি করেছেন যে শুরুতে তিনি এও জানতেন না যে ভারতের দলে খেলতে হবে। তিনি জানতে পেরে সংগঠকদের অনুরোধ করেছিলেন যাতে ভারত ও পাকিস্তান নামে দল না নামানো হয়। আগেও এমন টুর্নামেন্ট হয়েছে। সেখানে এমন জাতীয় দলের হয়ে খেলতে হয়নি।

