প্রতিবেদন : এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এ ইরানে গিয়ে সেপাহান এসসি-র বিরুদ্ধে ম্যাচ না খেলায় দুই মরশুমের জন্য (২০২৭-’২৮ পর্যন্ত) নির্বাসিত হওয়ার পাশাপাশি বড় অঙ্কের জরিমানাও (প্রায় ৯১ লক্ষ টাকা) হয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG)। শাস্তির বিরুদ্ধে প্রথমে এএফসি-র অ্যাপিল কমিটিতে আবেদন করবে মোহনবাগান। অ্যাপিল কমিটি আবেদন খারিজ করলে বা গুরুত্ব না দিলে আন্তর্জাতিক ক্রীড়া আদালত বা কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টসের (ক্যাস) দ্বারস্থ হবে বাগান ম্যানেজমেন্ট।
সূত্রের খবর, এএফসি-র শাস্তির চিঠি পাওয়ার পর আইনজ্ঞদের সঙ্গে আলোচনা করছে ম্যানেজমেন্ট। ক্যাসে যাওয়ার আগে এএফসি-র কাছে আবেদন করার কথা জানিয়েছেন ক্লাব সভাপতি দেবাশিস দত্ত। তিনি বলেছেন, আমরা বিষয়টি নিয়ে আইনজ্ঞদের পরামর্শ নিচ্ছি। ক্লাব লিগাল সেলকে দিয়েছে পরবর্তী পদক্ষেপের জন্য। পেরেন্ট বডি হিসেবে আগে এএফসি-র অ্যাপিল কমিটিতে আবেদন করা উচিত। এরপর ক্যাসে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত। আগে ক্যাসে আবেদন করলে তারা অ্যাপিল কমিটিতে তা পাঠিয়ে দিতে পারে। তবে আইনজ্ঞরাই ঠিক করবেন কী পদক্ষেপ নেওয়া হবে।
আরও পড়ুন-বিশ্বকাপে পুরস্কারমূল্য বেড়ে ৬৫৬৩ কোটি
আইএসএল নিয়ে আশার আলো দেখা যাওয়ার দিন মোহনবাগানের (Mohun Bagan SG) প্রস্তুতি চলছে জোরকদমে। শুক্রবার বিকেলে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে সবুজ-মেরুন ব্রিগেড। সের্জিও লোবেরা দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রস্তুতি ম্যাচ বাগানের। বৃহস্পতিবার ফুটবলারদের হালকা অনুশীলন করান লোবেরা। পুরো দল নিয়েই চলছে প্রস্তুতি। সুস্থ হয়ে আপুইয়া অনুশীলন শুরু করেছেন। সাহাল, লিস্টনরাও অনুশীলনে যোগ দিয়েছেন।

