প্রতিবেদন : বাংলায় (West bengal_jobs) আগামী দিনে ১০ হাজার কর্মসংস্থান হবে। বৃহস্পতিবার ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভে’র মঞ্চ থেকে ঘোষণা করলেন টিটাগড় রেল সিস্টেমের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর উমেশ চৌধুরী। তিনি বলেন, কথা দিচ্ছি আমরা বাংলাকেই প্রাধান্য দেব। মেক ইন বেঙ্গলকেই এগিয়ে নিয়ে যাব। বাংলার গর্ব ইঞ্জিনিয়ারিং ক্ষেত্র। আর সেই দিক থেকে বাংলাকে (West bengal_jobs) এগিয়ে নিয়ে যেতে আমাদের সাধ্যমতো চেষ্টা করব। তিনি বলেন, আগে ২০০ ওয়াগন বানাতাম, ছোট একটা কারখানা ছিল। গত ১০-১২ বছরে আমরা ৩টি জায়গা তৈরি করতে পেরেছি। এখন ১০০০ ওয়াগন বানাই। রাজ্যে আমরাই এখন সবথেকে বড় ওয়াগন প্রস্তুতকারক। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এটা সম্ভব হয়েছে। তিনি বলেন, ফলতাতে পণ্য সরবরাহ করা খুব সমস্যা ছিল। মুখ্যমন্ত্রী জেলা পর্যালোচনা বৈঠকের দায়িত্ব নিয়ে তা ঠিক করিয়েছেন। মুখ্যমন্ত্রী নিজে তিন বছর আগে প্যাসেঞ্জার ট্রেনের কোচ বানানোর কারখানার শিলান্যাস করেছিলেন। সরকারের থেকে লিজে জমি পেয়েছি। তাই ১০০০ মেট্রো ও বন্দে ভারত কোচ তৈরির পরিকল্পনা। ফলতাতে একটা শিপইয়ার্ড হবে যেখানে ১৬ থেকে ১৮টি স্পেশালাইজড নেভি ভেসেল করব। আগামী ১ বছরের মধ্যেই উৎপাদন শুরু হয়ে যাবে। আমাদের রাজ্য থেকে কেনা হবে। প্রতি বছর ৬০০০-৮০০০ কোটি টাকার ব্যবসা হবে এমএসএমইর ও রাজ্যের শিল্পের। বর্তমানে এক বছরে ৩০০ কোচ তৈরির ক্ষমতা রাখে টিটাগড় রেল সিস্টেম। এই সংখ্যাটা বাড়িয়ে ৮৫০ করা হবে।
আরও পড়ুন-প্রসবের পরই সোনালির সঙ্গে দেখা করবেন জানিয়ে দিলেন অভিষেক

