প্রতিবেদন : নীতীশ কুমারের হিজাব বিতর্ক (Bihar hijab Controversy) নিয়ে ক্রমশ কোণঠাসা বিহার সরকার। যাঁর হিজাব (Bihar hijab Controversy) সরিয়ে দেওয়া নিয়ে নীতীশ কাঠগড়ায় সেই নুসরত পারভিনের সরকারি চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল ২০ ডিসেম্বর। কিন্তু গোটা ঘটনায় অপমানিত নুসরত জানিয়েছেন, তিনি ওই চাকরি করতে চান না। পরিবর্তে চান কলকাতায় এসে আইন নিয়ে পড়তে। পরিজনেরা তাঁকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। পারভিনের দাদা কলকাতায় আইন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তাই কলকাতায় পড়াশোনা করতে চান। নুসরত স্পষ্ট জানিয়েছেন, গোটা ঘটনায় তিনি অপমানিত। হিজাব সংস্কৃতির অঙ্গ। যা ঘটেছে তা তাঁকে তাড়িয়ে বেড়াচ্ছে। ঘটনাটি নিয়ে ইতিমধ্যে আন্তর্জাতিক স্তরেও প্রবল সমালোচনা হচ্ছে।
আরও পড়ুন-বাড়ি তৈরির পরেও মেলেনি জল-বিদ্যুৎ, পরিকাঠামো সংকটে আবাস যোজনা

