সংবাদদাতা, ছাতনা : সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রথম ১৭ দিনেই ১ লক্ষের গণ্ডি ছুঁয়েছে সেবাশ্রয়-২ (sebaashray -2)। প্রতিদিন উত্তরোত্তর বেড়ে চলেছে স্বাস্থ্য পরিষেবা নিতে আসা মানুষের সংখ্যা। বৃহস্পতিবার ১৮তম দিনের শেষে সেবাশ্রয়-২ স্বাস্থ্যশিবিরে মোট ১,১১,৩৮২ জন মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পেয়েছেন। এদিন বজবজের ৩৪টি স্বাস্থ্যশিবিরে পরিষেবা পেয়েছেন ৮,৬৯৬ জন। মোট ৪,১৩৬ জনকে চিকিৎসার পর বিনামূল্যে প্রযোজনীয় ওষুধপত্র দেওয়া হয়েছে। ৪,৪৮৩ জনের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে সম্পন্ন হয়েছে। এদিন ৪৭ জনকে উন্নত চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে রেফার করা হয়েছে।

