জুলাই আন্দোলনের মুখ হাদির মৃত্যুর পর উত্তাল বাংলাদেশ! নজর রাখছে দিল্লি

Must read

ফের উত্তপ্ত প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের (bangladesh) দুই সংবাদপত্রের দফতরে ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার পর হামলা চট্টগ্রামের ভারতীয় উপদূতাবাসে। ঢিল-পাটকেল ছোড়়ার অভিযোগ উঠেছে। রাত থেকে উপদূতাবাসের সামনে অবস্থান বিক্ষোভ ছাত্র-যুবদের একাংশের। ‘হাসিনা ফেরাও’ দাবি তুলে প্রতিবাদী কণ্ঠের নামে ভারতবিদ্বেষী কারা, পাকিস্তানি গুপ্তচর নাকি এর পিছনে মদত রয়েছে চিনের তা নিয়ে প্রশ্ন উঠছে। চিন্তা বাড়ছে নয়াদিল্লির। পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত।

আরও পড়ুন-দেশের জাতীয় সঙ্গীত কী জানেনই না বিজেপি সাংসদ!

বৃহস্পতিবার সন্ধে থেকে গোটা বাংলাদেশ জুড়ে বিক্ষোভের আগুন। খুলনায় এক সাংবাদিককে হত্যা করা হয়, ময়মনসিংহে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ঢাকায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বাংলাদেশী (bangladesh) পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে সরব সাংবাদিকদের একাংশ।শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। এছাড়াও প্রগতিশীল ধর্মনিরপেক্ষ সাংস্কৃতিক সংগঠন ‘ছায়নটে’ হামলা চালিয়েছে জামাতের দুষ্কৃতীরা। আগুনও লাগিয়ে দেওয়ার পাশাপাশি আছড়ে ভাঙা হয়েছে হারমোনিয়াম। রাত ৩টে নাগাদ ছায়ানটের তরফে সমাজমাধ্যমে ঘোষণা করা হয়, সংগঠনের কার্যক্রম অনির্দিষ্ট কালের জন্য স্থগিত রাখা হচ্ছে।

Latest article