তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিন সুসম্পর্ক সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ তথা অভিনেত্রী জয়া বচ্চনের (Jaya Bacchan)। জন্মসূত্রে বাঙালি জয়া বাঙালি মনীষীদের অপমান ও মানরেগার নাম পরিবর্তনের প্রতিবাদে শুক্রবার সংসদ চত্বরে তৃণমূল সাংসদদের সঙ্গে গলা মেলান। একই সঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জয়ার সাফ জানান, বাংলায় আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিশ্চয়ই হবে। বাঙালিরাই দেশের ভবিষ্যৎ বলে দেয়। এই সঙ্গে সপা সাংসদের দাবি, যত অপমান করবে, তত বাংলার লোকেদের মনোবল আরও বাড়বে।
আরও পড়ুন: গায়ের জোরে ‘জি রাম জি’ পাশ, MGNREGA-র হত্যা! সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল সাংসদরা
প্রবাসী বাঙালি। কিন্তু বাংলার সঙ্গে তাঁর নীবিড় যোগ। বাংলা ছবিতেও কাজ করেছেন জয়া ভাদুড়ি তথা বচ্চন (Jaya Bacchan)। দীর্ঘদিন অভিনয় জগতের বাইরে। তবে, খবরে থাকেন নানা কারণে। বর্ষীয়ান সাংসদ জয়া এখন পুরোদস্তুর রাজনীতিবিদ। বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর সঙ্গে তাঁর সখ্য অনেককালের। নির্বাচনে তৃণমূলের হয়ে প্রচারেও এসেছেন জয়া বচ্চন। মনরেগার নাম পরিবর্তন ও বাঙালি মনীষীদের অপমানের প্রতিবাদে সংসদ চত্বরে তৃণমূল সাংসদদের প্রতিবাদে এদিন সামলি হন সপা সাংসদও। গলা মেলান রবিগানেও।
এর পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জয়া বলেন, যত অপমান করবে, তত বাংলার লোকেদের মনোবল আরও বাড়বে। তার পরেই ২০২৬-এ নির্বাচন নিয়ে নিজের মত জানান জয়া। সাফ জানান, “বাংলায় আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিশ্চয়ই হবে। নিশ্চয়ই হবে।“ জয়ার মতে, দেশের পলিসি আগে ভেবে নেয় বাংলার মানুষ। আগে চিন্তা করে নেয়। আগে বলে দেয় কীহবে।“

