লোকপালের আদেশ বাতিল, জয় মহুয়ার

Must read

প্রতিবেদন : লোকপালের আদেশ বাতিল করল দিল্লি হাইকোর্ট। বড় জয় পেলেন সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। বিচারপতি অনিল ক্ষেত্রপাল এবং হরিশ বৈদ্যনাথন শঙ্করের ডিভিশন বেঞ্চ জানায়, লোকপাল যে আদেশ দিয়েছিল তা ভুল। লোকপালকে পুনরায় তাঁদের আদেশ বিবেচনার নির্দেশ দিয়েছে আদালত। প্রসঙ্গত, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে কথিত নগদ অর্থের বিনিময়ে জিজ্ঞাসাবাদের মামলায় মহুয়া মৈত্রর (Mahua Moitra) বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমতি দিয়েছিল লোকপাল।

আরও পড়ুন-সেরা মহিলা সাংসদ দোলা সেন! জানালেন দেশ-রাজ্যবাসীকে ধন্যবাদ

Latest article