প্রতিবেদন : আগামিকাল, শনিবার ফের সেবাশ্রয় (Abhishek Banerjee_Sebaashray 2) ক্যাম্প পরিদর্শন করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee_Sebaashray 2)। বজবজের মডেল ক্যাম্প ঘুরে দেখবেন ডায়মন্ড হারবারের সাংসদ। ১ ডিসেম্বর তাঁর হাতেই সূচনা হয়েছিল এবারের সেবাশ্রয়ের। ইতিমধ্যেই অগুনতি মানুষ শিবিরগুলিতে গিয়েছেন চিকিত্সার জন্য। ওষুধ প্রয়োজনে অস্ত্রোপচার— সবই চলছে। রোগীদের কেউ নিরাশ হয়ে ফিরছেন না। সম্প্রতি এক বাইক আরোহী ক্যাম্পের কাছে দুর্ঘটনায় পড়লে, তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা তাঁকে তুলে নিয়ে যান ক্যাম্পের ভিতরে। উপস্থিত ডাক্তার-নার্সরা তৎক্ষণাৎ তাঁর চিকিৎসার ব্যবস্থা করেন এবং তাঁকে দ্রুত ভর্তি করে নেওয়া হয়। শিশু-মহিলা-বয়স্কদের বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। সব মিলিয়ে এবারও সেবাশ্রয় কর্মসূচি মানুষের মন জয় করে নিয়েছে। উল্লেখ্য, এই মডেল অনুসরণ করে নৈহাটি এলাকাতেও শুরু হচ্ছে সেবাশ্রয় কর্মসূচি।
আরও পড়ুন-ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা কমিশনকে নিশানা ব্রাত্যর

