প্রতিবেদন : স্বচ্ছ ভারত মিশন (Swachh Bharat Mission) প্রকল্পে রাজ্যে আরও ২৩০ কোটি টাকা খরচ হতে চলেছে। গ্রামীণ নিকাশি ও পরিচ্ছন্নতা ব্যবস্থাকে আরও জোরদার করতেই এই অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হচ্ছে। নবান্ন সূত্রে খবর, প্রকল্প বাস্তবায়নে ধারাবাহিক সাফল্যের কারণেই চলতি অর্থবর্ষে এই নিয়ে চতুর্থবার অর্থ বরাদ্দ হল। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা এবং কেন্দ্রের নির্দিষ্ট লক্ষ্য পূরণ করায় রাজ্য বারবার অতিরিক্ত বরাদ্দের ছাড়পত্র পাচ্ছে। চলতি অর্থবর্ষে ইতিমধ্যেই এই খাতে খরচের জন্য ১২৪ কোটি টাকা ধার্য করা হয়েছে।
আরও পড়ুন-কথা অনেক হল, এবার শুধু খেলা হোক
প্রশাসনিক সূত্রে আরও জানা গিয়েছে, এবারে যে ২৩০ কোটি টাকা বরাদ্দ হয়েছে, তার অন্তত ৭৫ শতাংশ নির্ধারিত সময়ের মধ্যে খরচ করতে পারলে চলতি অর্থবর্ষেই আরও ২৩২ কোটি টাকা অতিরিক্ত পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে প্রকল্প বাস্তবায়নের গতি বজায় রাখাই এখন পঞ্চায়েত দফতরের প্রধান লক্ষ্য। জেলা ও ব্লক স্তরে কাজের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে সময়সীমা মেনে খরচের শর্ত পূরণ করা যায়। স্বচ্ছ ভারত মিশনের (Swachh Bharat Mission) আওতায় গ্রামে গ্রামে শৌচালয় নির্মাণ, কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং গ্রামগুলিকে সম্পূর্ণভাবে উন্মুক্ত স্থানে শৌচমুক্ত রাখার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। পঞ্চায়েত দফতরের এক কর্তার কথায়, রাজ্য যেভাবে কাজ করছে, তাতে নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব। অতিরিক্ত বরাদ্দ পেলে গ্রামীণ এলাকায় পরিচ্ছন্নতার পরিকাঠামো আরও মজবুত হবে। কেন্দ্রীয় বরাদ্দের পাশাপাশি রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে অর্থ ব্যয় করে প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা স্বচ্ছ ভারত মিশনের প্রতি রাজ্যের অঙ্গীকারকেই স্পষ্ট করে।

