প্রতিবেদন : ফের এসআইআর-আতঙ্কে (SIR) মৃত্যু দু’জনের। তার মধ্যে একজন মুর্শিদাবাদের বিএলও। নাম প্রভাসকুমার দাস (৫৮)। অন্যজন গোয়ালপোখরের এক ভোটার। নাম অনিল সিং (৬২)। প্রধান শিক্ষক হিসেবে স্কুল পরিচালনার যাবতীয় কাজ সামলানোর পাশাপাশি দিনের পর দিন রাত জেগে এসআইআরের (SIR) কাজের চাপে হৃদরোগে আক্রান্ত হন ভগবানগোলার বিএলও প্রভাস, অভিযোগ বাড়ির। এক সপ্তাহ বহরমপুর এবং কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চললেও বাঁচানো যায়নি। বৃহস্পতিবার গভীর রাতে ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়। বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ব্লকের কামাত সম্বলপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অনিল সিংয়ের। বাড়ির লোকের অভিযোগ, এসআইআর শুরু থেকেই চিন্তিত ছিলেন অনিল। তাতেই বৃহস্পতিবার সন্ধেয় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু। ২০২৫-এর ভোটার তালিকায় নাম থাকলেও ২০০২-এ ছিল না। কোথাও শুনেছিলেন ২০০২ সালে ভোটার তালিকায় নাম না থাকলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে! তাতেই আতঙ্কিত ছিলেন। খবর পেয়েই অনিলের বাড়িতে যান মন্ত্রী তথা গোয়ালপোখরের বিধায়ক গোলাম রব্বানি। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

