শতদ্রুর ২২ কোটি টাকা বাজেয়াপ্ত করল সিট, ফ্রিজ করল ব্যাঙ্ক অ্যাকাউন্ট

এখানেই শেষ নয়, গতকাল তাঁর অ্যাকাউন্ট থেকে ২২ কোটি টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে। ফ্রিজ করা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট।

Must read

যুবভারতী কাণ্ডে টিকিট বিক্রির টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার আটকে দিল ‘সিট’ (SIT)। এর মাঝেই তল্লাশিতে শতদ্রুর রিষড়ার বাড়ি থেকে উদ্ধার হয়েছে মেসির অনুষ্ঠান সংক্রান্ত প্রচুর নথি। এখানেই শেষ নয়, গতকাল তাঁর অ্যাকাউন্ট থেকে ২২ কোটি টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে। ফ্রিজ করা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এই মুহূর্তে পুলিশ হেফাজতে রয়েছেন শতদ্রু।

আরও পড়ুন-মালব্যের নামে এফআইআর

এরইমধ্যে একদিন আগে তাঁর রিষড়ার বাড়িতে ফের হানা দেয় সিটের তদন্তকারীরা। সেই তল্লাশিতে মেসির অনুষ্ঠান সংক্রান্ত একাধিক নথি ছাড়া বেশ কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিও উদ্ধার হয়। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার বিষয়ে আজ আদালতে যাবতীয় তথ্য দেয় সিট। অ্যাকাউন্ট সংক্রান্ত নথি উদ্ধার করে মাঠে নামে পুলিশ। শতদ্রুর অ্যাকাউন্টে থাকা ২২ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার দিন যুবভারতীতে যে টিকিট বিক্রি হয়েছিল তার আনুমানিক মূল্য ২০ কোটি। সেই টাকা যাতে শতদ্রু দত্তের অ্য়াকাউন্টে না ঢোকে সেটা নিশ্চিত করেছে সিট।

আরও পড়ুন-বিশ্বকাপ দলে নেই শুভমন

জানা যাচ্ছে, যে তৃতীয় মধ্যস্থতাকারী সংস্থার মাধ্যমে টিকিট বিক্রি হয়েছিল তাঁদের কাছে পুলিশের নির্দেশ গিয়েছে যে শতদ্রুর অ্যাকাউন্টে যেন সেই টাকা তারা না ফেলে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে যুবভারতী-কাণ্ডের ক্ষতিপূরণ সেই টাকা থেকেই দেওয়া হবে। যদিও শতদ্রু দত্তর দাবি, সেদিনের বিশৃঙ্খলার জন্য তিনি কোনওভাবেই দায়ী নন। তিনি বলেন, প্রথমে দেড়শো জনের গ্রাউন্ড অ্যাক্সেস কার্ড দেওয়া হয়। পরে সংখ্যাটাকে তিনগুণ বাড়াতে হয়েছিল। ভারত সফরের জন্য মেসিকে ৮৯ কোটি টাকা দেওয়া হয়। কর বাবদ ১১ কোটি টাকা দেওয়া হয়েছিল ভারত সরকারকে। কিন্তু তারপরেও প্রশ্ন উঠছে ভিড় কেন নিয়ন্ত্রণ করা গেল না? প্রসঙ্গত, শতদ্রুর বিরুদ্ধে পুলিশ দু’টি মামলা দায়ের করেছে। অশান্তি, ভাঙচুর, হিংসা ছড়ানো-সহ ভারতীয় ন্যায় সংহিতার ১৯২, ৩২৪ (৪)(৫), ৩২৬ (৫), ১৩২, ১২১ (২), ৪৫, ৪৬ এবং নাশকতামূলক কার্যকালাপ ছড়ানোর ও জনগণের নিরাপত্তা বিঘ্ন করার অভিযোগে বিধাননগর দক্ষিণ থানায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়। শতদ্রুর বিরুদ্ধেও একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

Latest article