প্রতিবেদন: তাহেরপুরে মোদির সভায় যোগ দিতে গিয়ে শনিবার সকালে ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল মুর্শিদাবাদের তিন বিজেপি কর্মীর। ঘটনায় জখম হয়েছেন আরও দু’জন। ঘটনার পরই শোকস্তব্ধ পরিবারগুলির পাশে দাঁড়াতে মুর্শিদাবাদ জেলা নেতৃত্বকে নির্দেশ দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই তাঁদের বাড়িতে যান স্থানীয় ব্লক তৃণমূল সভাপতি-সহ দলীয় নেতৃত্ব। অন্যদিকে এই ঘটনায় পূর্ব রেলের কাছে রিপোর্ট তলব করেছে রেলমন্ত্রক। এদিন মোদির সভায় যোগ দিতে মুর্শিদাবাদ থেকে প্রায় ৪০ জনের একটি দল আসে।
আরও পড়ুন-নীরব মোদি, হতাশ মতুয়ারা, প্রধানমন্ত্রীর মিথ্যাচার, জবাব তৃণমূলের
শনিবার সকালে ভোরবেলা তাহেরপুর রেলস্টেশনের কাছে লাইনের ধার দিয়ে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হন তাঁরা। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। ২ জন গুরুতর জখম অবস্থায় আপাতত হাসপাতালে। মৃত দু’জনের বাড়ি মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকার শাবলদহ গ্রামে। একজনের বাড়ি বড়ঞার মসড্ডা গ্রামে। মৃতরা হলেন মুক্তিপ্রদ সূত্রধর (৫৫), রামপ্রসাদ ঘোষ (৬৫) এবং ভৈরব ঘোষ (৬২)। ঘটনার খবর পাওয়ামাত্র জেলা নেতৃত্বকে পরিবারের পাশে দাঁড়াতে নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্দেশ পেয়ে মৃতদের বাড়ি যান ব্লক তৃণমূল সভাপতি মাহে আলম ও গোলাম মোর্শেদ-সহ অন্য নেতারা। শোকার্ত পরিবারগুলির সঙ্গে কথা বলে তাঁদের পাশে থাকার বার্তা দেন তৃণমূল নেতারা। তাঁরা বলেন, মানুষ হিসেবে এখানে আসা। রাজনৈতিক বিভেদ থাকতে পারে, কিন্তু আমরা পরিবারগুলির পাশে আছি। তাঁদের সবরকম সাহায্যের আশ্বাস দেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

