শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ প্রয়াত বাংলাদেশের (Bangladesh) মুক্তিযোদ্ধা বাহিনীর উপ-প্রধান এ কে খন্দকার (AK Khandker)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বার্ধত্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি।
আরও পড়ুন-সেবাশ্রয় পরিদর্শনে অভিষেক
এ কে খন্দকার বাংলাদেশের বিমান বাহিনীর প্রধানের দায়িত্ব সামলেছেন। মুক্তিযুদ্ধের সময়ে একাধিক দায়িত্ব পালন করেছেন তিনি। জিয়াউর রহমানের সময়ে রাষ্ট্রদূতের দায়িত্বভার ছিল তাঁর কাঁধেই। এইচ এম এরশাদের আমলে মন্ত্রিত্বও সামলেছেন। ২০০৮ সালে আওয়ামি লিগের টিকিটে পাবনা থেকে বাংলাদেশের সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারে ৫ বছর মন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর, পাকিস্তানের সেনাবাহিনী আত্মসমর্পণ করার সময় মুক্তিবাহিনীর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এ কে খন্দকার। বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধে তাঁর অবদানের জন্য ২০১১ সালে তাঁকে স্বাধীনতা পদক দিয়েছিল। পরে তাঁর বীরত্বের স্বীকৃতি দিয়ে ‘বীর উত্তম’ খেতাবও তাঁকে দেওয়া হয়।
উল্লেখ্য, ১৯৫১ সালে অবিভক্ত পাকিস্তানের বিমান বাহিনীতে তিনি যোগ দিয়েছিলেন। ১৯৬৯ থেকে ঢাকায় উইং কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন তিনি। ১৯৭১ সালে তিনি মুক্তিবাহিনীতে যোগ দেন। তাজউদ্দিন আহমেদ এবং এম এজি ওসমানির সংস্পর্শে এসে তিনি মুক্তিবাহিনীর উপ-প্রধান হয়ে যুদ্ধ করেছেন। স্বাধীন বাংলাদেশের বিমান বাহিনী গঠনের নেপথ্যে তাঁর অবদান অনস্বীকার্য।

