৩ কোটি ৯৩ লক্ষে গড়ে উঠবে দমকল কেন্দ্র

পশ্চিম মেদিনীপুরের গুরুত্বপূর্ণ এলাকা ডেবরার উপর দিয়েই গিয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ১৬ নং জাতীয় সড়ক এবং দক্ষিণ-পূর্ব রেলের লাইন।

Must read

সংবাদদাতা, ডেবরা : পশ্চিম মেদিনীপুরের গুরুত্বপূর্ণ এলাকা ডেবরার উপর দিয়েই গিয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ১৬ নং জাতীয় সড়ক এবং দক্ষিণ-পূর্ব রেলের লাইন। এখানেই এবার হতে চলেছে দুই পাম্প বিশিষ্ট দমকল কেন্দ্র। যার জন্য রাজ্য সরকারের দমকল ও ইমার্জেন্সি সার্ভিসের দপ্তর থেকে ৩ কোটি ৯৩ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।

আরও পড়ুন-প্রয়াত বাংলাদেশের মুক্তিবাহিনীর উপপ্রধান এ কে খন্দকার

ডেবরার দ্বারিকাপুর মৌজায় ১৬ নং জাতীয় সড়কের উত্তর দিকেই পূর্ত দফতরের জায়গায় তৈরি হবে এই দমকল কেন্দ্র। ইতিমধ্যে পূর্ত দফতর সেই জায়গাটি দমকল বিভাগকে হস্তান্তর করে দিয়েছে। টেন্ডারের কাজও হয়ে গিয়েছে। এবার কাজ শুরুর অপেক্ষা। বর্তমানে ডেবরার আশপাশে তিনটি দমকল কেন্দ্র রয়েছে সবং, পাঁশকুড়া, খড়্গপুর শহরে৷ ডেবরা থেকে প্রতিটি দমকল কেন্দ্রের দূরত্ব প্রায় ৪০ কিমি। তাই ডেবরায় দমকল কেন্দ্র গড়ে উঠলে ডেবরা, পাঁশকুড়ার কিছু অংশ, পিংলা এবং খড়্গপুর ২ ব্লকে কোথাও দুর্ঘটনা ঘটলে খবর পাওয়ার ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে দমকল পৌঁছে যাবে। এতে মানুষ ক্ষতির হাত থেকে থেকে বাঁচবেন৷ এই বিষয়ে ডেবরার বিধায়ক ড. হুমায়ুন কবীর বলেন, ডেবরায় ফায়ার স্টেশনের সমস্ত কিছু রেডি। টাকাও বরাদ্দ হয়েছে, টেন্ডার হয়ে গিয়েছে। এবার কাজ শুরু হবে। শুরুর ৩০০ দিনের মধ্যে সম্পূর্ণ করা হবে।

Latest article