জেলা পুলিশের উদ্যোগে শিক্ষক পদপ্রার্থীদের মক ইন্টারভিউ

প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের আগে হবু শিক্ষকদের আত্মবিশ্বাস বাড়াতে মক ইন্টারভিউয়ের আয়োজন করল ঝাড়গ্রাম জেলা পুলিশ।

Must read

দেবব্রত বাগ, ঝাড়গ্রাম: প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের আগে হবু শিক্ষকদের আত্মবিশ্বাস বাড়াতে মক ইন্টারভিউয়ের আয়োজন করল ঝাড়গ্রাম জেলা পুলিশ। বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলা পুলিশ লাইনে এই মক ইন্টারভিউ ও ডেমো ক্লাস অনুষ্ঠিত হয়। জানা গিয়েছে, ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) গুলাম সারওয়ার, এসডিপিও শামীম বিশ্বাস এবং ডিএসপি (হেডকোয়ার্টার) সমীর অধিকারী, এই তিন পুলিশ আধিকারিকই একসময় শিক্ষকতাj পেশায় যুক্ত ছিলেন। এঁরা ছাড়াও উপস্থিত ছিলেন ডিএসপি (ট্রাফিক) আমির সোহেল, ডিএসপি (ডিইবি) দিব্যেন্দু সাহা-সহ অন্য পুলিশকর্তারা।

আরও পড়ুন-৩ কোটি ৯৩ লক্ষে গড়ে উঠবে দমকল কেন্দ্র

তাঁদের নেতৃত্বেই তিনটি পৃথক বোর্ড গঠন করে মক ইন্টারভিউ ও ডেমো ক্লাস নেওয়া হয়। ৮৫ জন আবেদন করেছিলেন। তার মধ্যে এদিন প্রায় ৪০ জন উপস্থিত ছিলেন। ঝাড়গ্রামের পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের প্রার্থীরাও এই মক ইন্টারভিউয়ে অংশ নেন। পুলিশ আধিকারিকদের মতে, প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ে অনেক সময় প্রার্থীরা নার্ভাস হয়ে পড়েন। সেই মানসিক চাপ কমানো এবং আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ। জেলা পুলিশের এই অভিনব উদ্যোগে উপকৃত হবেন ইন্টারভিউয়ে ডাক পাওয়া প্রার্থীরা। জেলার ডিএসপি (সদর) সমীর অধিকারী জানান, এবারের মক ইন্টারভিউয়ে যেসব প্রার্থী অংশগ্রহণ করেছিলেন, তাঁদের ফের দ্বিতীয় দফায় মক ইন্টারভিউয়ে সুযোগ দেওয়া হবে। প্রার্থীদের প্রস্তুতি আরও মজবুত করতে এবং আত্মবিশ্বাস বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।

Latest article