কামিন্স-লিয়নের দাপটে অ্যাসেজ জয়ের হাতছানি

অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাসেজ জয়ের প্রতীক্ষা আরও বাড়তে চলেছে ইংল্যান্ডের। অ্যাডিলেডে চতুর্থ দিনের শেষ ম্যাচের পাল্লা অস্ট্রেলিয়ার দিকেই ঝুঁকে

Must read

অ্যাডিলেড, ২০ ডিসেম্বর : অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাসেজ জয়ের প্রতীক্ষা আরও বাড়তে চলেছে ইংল্যান্ডের। অ্যাডিলেডে চতুর্থ দিনের শেষ ম্যাচের পাল্লা অস্ট্রেলিয়ার দিকেই ঝুঁকে। রবিবার, টেস্টের শেষ দিনে জেতার জন্য প্যাট কামিন্সদের চাই আর মাত্র ৪ উইকেট। অন্যদিকে, বেন স্টোকসদের করতে হবে আরও ২২৮ রান।

আরও পড়ুন-রেলে বিহার থেকে বর্ধমানে পৌঁছল বিজেপি নেতার নামে ৫৫টি বাইক

পারথ এবং ব্রিসবেন টেস্ট জেতার সুবাদে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে জিতলে, দু’ম্যাচ হাতে রেখেই অ্যাসেজ পকেটে পুরে ফেলবেন কামিন্সরা। অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ ম্যাচের অ্যাসেজে দ্রততম সিরিজ জয়ের রেকর্ড ১১ দিনে। যা ২০০২-০৩ মরশুমে জিতেছিল অস্ট্রেলিয়া। রবিবার জিতলে, ১১ জিতেই সিরিজ জিতে ২৩ বছর আগের রেকর্ড ছুঁয়ে ফেলবেন কামিন্সরা।
গতকালের ৪ উইকেটে ২৭১ রান হাতে নিয়ে শনিবার মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। ১৪২ রানে অপরাজিত থাকা ট্রাভিস হেড ১৭০ রান করে আউট হন। অ্যালেক্স ক্যারির অবদান ৭২ রান। শেষ পর্যন্ত ৩৪৯ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস। ইংল্যান্ডের বোলারদের মধ্যে জস টাং ৪টি ও ব্রাইডন কার্স ৩টি উইকেট দখল করেন।

আরও পড়ুন-জেলা পুলিশের উদ্যোগে শিক্ষক পদপ্রার্থীদের মক ইন্টারভিউ

জেতার জন্য ৪৩৫ রান তাড়া করতে নেমে, কামিন্স ও নাথান লিয়নের বোলিংয়ের সামনে ধারাবাহিকভাবে উইকেট খুইয়েছে ইংল্যান্ড। বেন ডাকেট মাত্র ৪ রান করে কামিন্সের শিকার হন। ওলি পোপও (১৭ রান) কামিন্সের শিকার। চাপের মুখে একা কুম্ভের মতো লড়লেন জ্যাক ক্রলি। তিনি ৮৫ রান করে লিয়নের শিকার হন। হতাশ করেন জো রুট (৩৯ রান) এবং হ্যারি ব্রুকও (৩০ রান)। ব্যর্থ স্টোকস (২ রান)। দিনের শেষে জেমি স্মিথ ২ রানে এবং উইল জ্যাকস ১১ রানে অপরাজিত রয়েছেন। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে কামিন্স ও লিয়ন ৩টি করে উইকেট দখল করেছেন।

Latest article