আজ হরমনদের সামনে শ্রীলঙ্কা

মেয়েদের ক্রিকেটে টি-২০ ক্রিকেটে সবথেকে বেশি রানের রেকর্ড নিউজিল্যান্ডের সুজি বেটসের দখলে। ১৭৭ ম্যাচে তিনি ৪৭১৬ রান করেছেন।

Must read

বিশাখাপত্তনম, ২০ ডিসেম্বর : মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর ফের ২২ গজে ফিরছেন হরমনপ্রীত কৌররা। রবিবার বিশাখাপত্তনমে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ ভারতীয় মহিলা দলের। আর দুই ভারতীয় তারকা স্মৃতি মান্ধানা এবং দীপ্তি শর্মার সামনে রেকর্ডের হাতছানি। রবিবার ১৮ রান করলেই, প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে টি-২০ ফরম্যাটে ৪ হাজার রান পূর্ণ করবেন স্মৃতি।

আরও পড়ুন-কামিন্স-লিয়নের দাপটে অ্যাসেজ জয়ের হাতছানি

প্রসঙ্গত, মেয়েদের ক্রিকেটে টি-২০ ক্রিকেটে সবথেকে বেশি রানের রেকর্ড নিউজিল্যান্ডের সুজি বেটসের দখলে। ১৭৭ ম্যাচে তিনি ৪৭১৬ রান করেছেন। দ্বিতীয় স্থানে থাকা স্মৃতির রান ১৫৩ ম্যাচে ৩৯৮২। অন্যদিকে, মেয়েদের টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড ছুঁতে দীপ্তির চাই আর মাত্র ৪ উইকেট। ১২৩ ম্যাচে ১৫১ উইকেট নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার মেগান স্কট। দীপ্তির ঝুলিতে ১২৯ ম্যাচে ১৪৭ উইকেট।

Latest article