ডুয়ার্স উৎসবের নিরাপত্তায় ২০০০ পুলিশ

বছরের একেবারে শেষ লগ্নে আনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব ডুয়ার্স উৎসব (Duars festival)। আর এই উৎসবের নিরাপত্তাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে জেলা পুলিশ

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার: বছরের একেবারে শেষ লগ্নে আনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব ডুয়ার্স উৎসব (Duars festival)। আর এই উৎসবের নিরাপত্তাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে জেলা পুলিশ। তাই এবারের ডুয়ার্স উৎসবের নিরাপত্তায় দুই হাজার পুলিশ মোতায়েন রাখবার পরিকল্পনা নিয়েছে জেলা পুলিশ। শনিবার ডুয়ার্স উৎসবের পরিকাঠামোগত প্রস্তুতি খতিয়ে দেখতে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে পরিদর্শনে যান জেলা পুলিশ সুপার খণ্ডবাহালে উমেশ গণপত। আগামী ৩০ ডিসেম্বর শুরু হবে ২০-তম বিশ্ব ডুয়ার্স উৎসব। চলবে ১০ জানুয়ারি পর্যন্ত।

আরও পড়ুন-খসড়া তালিকায় অসংখ্য অসঙ্গতি

পুলিশ সুপার বলেন, ডুয়ার্স উৎসবে দর্শকদের নিরাপত্তায় দুই হাজার পুলিশ মোতায়েন করা হবে। উৎসবের নিরাপত্তায় জেলার এক হাজার পুলিশ যেমন থাকবে, তেমনি বাইরের জেলা থেকে বাড়তি আরও এক হাজার পুলিশ আনা হবে। উৎসবের নিরাপত্তায় সাদা পোশাকের মহিলা পুলিশও মোতায়েন থাকবে। পুলিশ সুপার বলেন, উৎসব উপভোগ করতে আসা মানুষদের নিরাপত্তা নিশ্চিত করতে কমিটিকে মাঠে পর্যাপ্ত সিসি ক্যামেরা ও লাইট লাগাতে বলা হয়েছে। উৎসবে পুলিশের কন্ট্রোল রুম থেকে সিসি ক্যামেরা মনিটরিং করা হবে নিরাপত্তার স্বার্থে।

Latest article