নেটে মহড়ায় বিরাট, মুম্বই দলে রোহিত

২৬ তারিখ রোহিতদের প্রতিপক্ষ উত্তরাখণ্ড। মুম্বইকে নেতৃত্ব দেবেন শার্দূল ঠাকুর। অজিঙ্ক রাহানে বিশ্রামে। যশস্বী জয়সওয়াল পুরোপুরি সুস্থ হলে দলে ফিরবেন।

Must read

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর : ১৫ বছর আগে ২০১০-এর ফেব্রুয়ারিতে শেষ বার বিজয় হাজারে ট্রফির ম্যাচ খেলেছিলেন বিরাট কোহলি। আগামী ২৪ ডিসেম্বর অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে আবার ৫০ ওভারের ফরম্যাটে ঘরোয়া সাদা বলের প্রতিযোগিতায় খেলতে নামছেন প্রাক্তন ভারত অধিনায়ক। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে নামার আগে বোর্ডের নীতি মেনে বিজয় হাজারেতে খেলার সিদ্ধান্ত নিয়েছেন কিং কোহলি। শনিবার থেকে নেটেও নেমে পড়লেন নিজেকে তৈরি রাখতে।

আরও পড়ুন-সাফ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

বিরাটের প্রস্তুতি শুরুর দিন জানা গেল, রোহিত শর্মাকে রেখেই বিজয় হাজারে ট্রফির দল ঘোষণা করেছে মুম্বই। আগের দিন খবর ছিল, প্রতিযোগিতার শুরুতে রোহিতকে হয়তো পাওয়া যাবে না। কিন্তু শনিবার মুম্বই ক্রিকেট সংস্থা বিজয় হাজারের যে দল ঘোষণা করেছে, তাতে হিটম্যানের নাম রয়েছে। কিন্তু এটা উল্লেখ রয়েছে, রোহিত খেলবেন প্রথম দু’টি ম্যাচ। ২৪ ডিসেম্বর জয়পুরে মুম্বইয়ের প্রথম ম্যাচ সিকিমের বিরুদ্ধে। ২৬ তারিখ রোহিতদের প্রতিপক্ষ উত্তরাখণ্ড। মুম্বইকে নেতৃত্ব দেবেন শার্দূল ঠাকুর। অজিঙ্ক রাহানে বিশ্রামে। যশস্বী জয়সওয়াল পুরোপুরি সুস্থ হলে দলে ফিরবেন।
বিরাট অবশ্য প্রথম দু’টি বা তিনটি ম্যাচ খেলবেন, তা পরিষ্কার নয়। প্রথমে জানা গিয়েছিল, শুরুতে তিনটি ম্যাচ খেলবেন তারকা ব্যাটার। ২৪ ডিসেম্বর অন্ধ্র ম্যাচের পর ২৬ তারিখ গুজরাতের বিরুদ্ধে খেলবেন বিরাট। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১১ জানুয়ারি ওয়ান ডে সিরিজে নামার আগে ৬ জানুয়ারি রেলওয়েজ ম্যাচটা খেলবেন। বিজয় হাজারেতে ‘বিরাট সূচি’ বদলেছে কি না, তা স্পষ্ট নয়।

Latest article