শনিবার জম্মুর (Jammu) রিং রোডের কাছে ভয়াবহ দুর্ঘটনা। ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল একটি স্কুল বাস। এদিনের ঘটনায় ৩৫ জন পড়ুয়া গুরুতর জখম হয়েছে। দ্রুত স্কুল পড়ুয়াদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, জম্মুর একটি স্কুলের ছাত্রছাত্রীরা পিকনিকে গিয়েছিল। রিং রোড ধরে ফেরার সময় বাসে তারা নিজেদের মত আনন্দ করছিল। পড়ুয়াদের সঙ্গে ছিলেন স্কুলের কয়েকজন শিক্ষক-শিক্ষিকাও।
আরও পড়ুন-ম্যারাথনে দুপুর পর্যন্ত একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ কলকাতা পুলিশের
হঠাৎ স্কুল বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারেন। নিমেষের মধ্যেই উল্টে যায় বাসটি। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় ছাত্রছাত্রীরা। এবার কয়েকজন জখম হন। বাসটি উল্টে যেতে দেখে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই উদ্ধার কাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অ্যাম্বুল্যান্স এসে আহত পড়ুয়াদের স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। আপাতত সকলেই সুস্থ আছে বলে জানা গিয়েছে। কিন্তু হঠাৎ কিভাবে বাসটি উল্টে গেল আর কেনই বা চালক নিয়ন্ত্রণ হারালে সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

