শনিবার মধ্যরাতে দক্ষিণ আফ্রিকায় (South Africa) বন্দুকবাজের গুলিতে ১০ জন নিহত হয়েছেন এবং আহত আরও ১০ জন। জোহানেসবার্গের বাইরে একটি পৌরসভায় অজ্ঞাত পরিচয় বন্দুকবাজ হামলা চালিয়েছে বলে মনে করছে পুলিশ। জোহানেসবার্গে চলতি মাসে দ্বিতীয় গণহত্যার ঘটনা এটি। জানা গিয়েছে, শহর থেকে ৪০ কিলোমিটার (২৫ মাইল) দক্ষিণ-পশ্চিমে বেকারসডালে এদিন হামলা চালানো হয়। ঠিক কী কারণে ওই হামলা চালানো হয়েছে সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। বন্দুকধারীরা রাস্তায় এলোপাথাড়ি গুলি চালায় যার ফলে রাস্তায় থাকা সাধারণ মানুষের মৃত্যু হয়। গাউতেং প্রদেশের পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার ব্রেন্ডা মুরিডিলি এএফপিকে নিশ্চিত করেছেন এদিনের হামলায় ১০ জন নিহত হয়েছেন। হামলাকারীদের পরিচয় বা সংখ্যা সম্পর্কে এখনও সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন-মোদিরাজ্যে চিড়িয়াখানায় কোবরার কামড়ে মৃত্যু সিংহীর
দক্ষিণ আফ্রিকার কয়েকটি বড় সোনার খনির কাছে বেকারসডালের একটি বারের সামনে এদিন হামলার ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে একটি অনলাইন কার সার্ভিসের একজন চালকও রয়েছেন যিনি ঘটনার সময় বারের বাইরে ছিলেন। প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর রাজধানী প্রিটোরিয়ার কাছে একটি হোস্টেলে বন্দুকবাজরা হামলা চালিয়ে তিন বছরের একটি শিশু সহ ১২ জনকে হত্যা করে। অবৈধভাবে মদ বিক্রি করার জায়গায় সেই বার গুলি চালানো হয়। সরকারি হিসেবে মত ছোট দেশ হলেও দক্ষিণ আফ্রিকায় অপরাধের হার অনেকাংশেই বেশি।

