কনস্টেবলের পরীক্ষা দিতে যাওয়ার পথে মৃত্যু এক পরীক্ষার্থীর

পুলিশ কনস্টেবলের (constable) পরীক্ষায় অংশ নিতে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা পরীক্ষার্থী।

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : পুলিশ কনস্টেবলের (constable) পরীক্ষায় অংশ নিতে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা পরীক্ষার্থী। নাম মাধবী সরকার। ঘুঘুডাঙার সাহাপাড়ার বাসিন্দা। সকালে স্বামী-স্ত্রী ও চার বছরের শিশুকন্যাকে সঙ্গে নিয়ে বাইকে চেপে জলপাইগুড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন মাধবী। পথে আচমকাই পিছন দিক থেকে একটি দশ চাকার ট্রাক বাইকে সজোরে ধাক্কা মারে।

আরও পড়ুন-বাড়ি ও অঙ্গনওয়াড়িতে হামলা, চালের বস্তা নিয়ে চম্পট দাঁতালের

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় বলে অভিযোগ। স্বামী ও শিশুকন্যা অল্পের জন্য প্রাণে বাঁচলেও ছিটকে গিয়ে ট্রাকের চাকার নিচে পড়ে যান মাধবী। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ট্রাকটিকে আটক করে। কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

Latest article