প্রতিবেদন : রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখতে তৎপর বাংলার পুলিশ। ভিনরাজ্য থেকে আসা দুষ্কৃতীদের ডাকাতির ছক ভেস্তে দিয়ে বড় সাফল্য রাজ্য পুলিশের। বড়সড় ডাকাতির ছক বানচাল করে খড়গপুরে ৭ দুষ্কৃতীকে হাতেনাতে গ্রেফতার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। রবিবার ভোররাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে খড়গপুরের অকড়া-বসন্তপুর এলাকা থেকে ভিনরাজ্যের দুষ্কৃতীদের গ্রেফতার করা হয়েছে। সঙ্গে একটি স্করপিও গাড়ি ও একটি লরি বাজেয়াপ্ত হয়েছে। একইসঙ্গে ডাকাতির জন্য ব্যবহৃত আরও কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে গাঁজাও উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। পুলিশের অনুমান, লরিটি ব্যবহার করে ডাকাতির ছক ছিল। এবং ডাকাতির পর দুষ্কৃতীরা পালানোর জন্য স্করপিও গাড়িটি মজুত রেখেছিল।
আরও পড়ুন-বিএলএদের সঙ্গে সোমবার বৈঠক দলনেত্রীর
ভিনরাজ্য থেকে সীমান্ত পেরিয়ে বাংলায় দুষ্কর্মের অপচেষ্টা সাম্প্রতিক সময়ে একাধিকবার দেখা গিয়েছে। বিভিন্ন জেলায় ডাকাতির সঙ্গে ভিনরাজ্যের দুষ্কৃতীদের যোগ পাওয়া গিয়েছে। দু’বছর আগে খড়গপুর শহরে হাড়হিম করা ডাকাতির ঘটনার পর থেকে অতিরিক্ত সতর্ক রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। কারণ, একাধিক জেলায় ডাকাতির পর দুষ্কৃতীরা ভিনরাজ্যে পালাতে খড়গপুরকেই ট্রানজিট রুট হিসাবে ব্যবহার করেছে। ফলে সাম্প্রতিক সময়ে পুলিশি তৎপরতা যথেষ্ট বেশি।

