জেমাইমার ব্যাটে ৮ উইকেটে জয়

Must read

বিশাখাপত্তনম, ২১ ডিসেম্বর : আরও একটা বিশ্বকাপ জয়ের প্রস্তুতি শুরু করে দিলেন হরমনপ্রীত কৌররা (india women team)। রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ ৮ উইকেটে জিতেছে ভারতীয় মহিলা দল। আগামী বছরের জুনে ইংল্যান্ডের মাটিতে বসবে মেয়েদের টি-২০ বিশ্বকাপের আসর। তারই প্রস্তুতি হিসাবে এই সিরিজ খেলছে ভারত।

ওয়ান ডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর, এদিনই প্রথম মাঠে নেমেছিলেন হরমনপ্রীতরা (india women team)। প্রথমে ব্যাট করে, ২০ ওভারে ৬ উইকেটে ১২১ রান তুলেছিল শ্রীলঙ্কা। জবাবে ১৪.৪ ওভারে ২ উইকেটে ১২২ রান তুলে ম্যাচ জিতে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। শেফালি ভার্মা ৯ ও স্মৃতি মান্ধানা ২৫ করে আউট হলেও, দুরন্ত হাফ সেঞ্চুরি হাঁকালেন জেমাইমা রডরিগেজ। তিনি ৪৪ বলে ৬৯ করে নট আউট থাকেন। হরমনপ্রীত নট আউট থাকেন ১৫ রানে। এদিন ব্যক্তিগত ১৮ রানে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে টি-২০ ফরম্যাটে ৪ হাজার রান পূর্ণ করেন স্মৃতি। নিউজিল্যান্ডের সুজি বেটসের পর তিনি বিশ্বের দ্বিতীয় মহিলা ক্রিকেটার, যিনি কুড়ি-বিশের ক্রিকেটে ৪ হাজার রান করলেন।

আরও পড়ুন-অপদার্থ রেলমন্ত্রক, আবার ভাড়া বৃদ্ধি, তীব্র নিন্দা তৃণমূলের

এর আগে ব্যাট করতে নেমে, ইনিংসের তৃতীয় ওভারেই অধিনায়ক চামারি আট্টাপাট্টুকে (১২ বলে ১৫ রান) খুইয়েছিল শ্রীলঙ্কা। উইকেট শিকারি ক্রান্তি গৌড়। দলকে টানছিলেন ভিষ্মি গুণরত্নে ও হাসিনি পেরেরা। কিন্তু ২৩ বলে ২০ রান করে দীপ্তি শর্মার বলে আউট হন হাসিনি। এরপর হর্ষিতা সমরবিক্রমার সঙ্গে স্কোরবোর্ড সচল রেখেছিলেন ভিষ্মি। তবে ২৩ বলে ২১ করে হর্ষিতা ক্লিন বোল্ড হয়ে যান শ্রী চারানির বলে। ভিষ্মিও ৪৩ বলে ৩৯ করে রান আউটের শিকার হন। শ্রীলঙ্কার বড় রান তোলার আশা ওখানেই শেষ। ভারতীয়রা গোটা দুয়েক সহজ ক্যাচ মিস না করলে, আরও কম রানে শ্রীলঙ্কাকে আটকে রাখতে পারতেন।

Latest article