মানববন্ধন বাংলাদেশের রাজপথে

Must read

ঢাকা : সংবাদপত্র এবং সাংবাদিকদের উপরে হামলার ঘটনায় দোষীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবিতে ইউনুস প্রশাসনকে চরমপত্র দিলেন সাংবাদিকরা। রবিবার মানববন্ধন করে বাংলাদেশ জুড়ে আন্দোলনেও নামলেন তাঁরা। হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপিয়ান ইউনিয়নও। বাংলাদেশের (Bangladesh) গণতন্ত্রের পক্ষে এ এক ভয়ঙ্কর মুহূর্ত। সেদেশের দুই সংবাদপত্র ‍‘দ্য ডেলি স্টার’ এবং ‍‘প্রথম আলো’র উপর হামলার ঘটনায় এমনই প্রতিক্রিয়া সম্পর্কে এমনই প্রতিক্রিয়া বাংলাদেশে ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসাডার মাইকেল মিলারের। তাঁর মন্তব্য, এই ঘটনা সংবাদমাধ্যমের স্বাধীনতার উপরে আক্রমণ। আক্রমণ বাক-স্বাধীনতার উপরে। এদিকে সংবাদপত্র এবং সাংবাদিকদের উপরে হামলার প্রতিবাদে রবিবার বাংলাদেশ (Bangladesh) জুড়ে প্রতিবাদ আন্দোলনে নামেন সাংবাদিকরা। চরমপত্রও দেন সরকারের উদ্দেশ্যে। মাইকেল মিলার গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, বাংলাদেশ যখন নির্বাচনের দিকে এগিয়ে চলেছে তখন বাকস্বাধীনতার উপরে এই ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়। আমি আশা করছি, ভবিষ্যতে আর এমন ঘটনা দেখতে হবে না আমাকে। এটা সত্যিই বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে একটা বিপজ্জনক মুহূর্ত। রবিবার ‘প্রথম আলো’ দফতরে উপস্থিত হয়ে সংবাদপত্র এবং কর্মিদের প্রতি সংহতি জানান মাইকেল মিলার। এদিকে দুই সংবাদপত্র দফতরে নজিরবিহীন হামলার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন বাংলাদেশের সাংবাদিকরা। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার বাংলাদেশ জুড়ে প্রতিবাদ মিছিল করেন এবং বিক্ষোভ দেখান সাংবাদিকরা। গাজিপুরে কয়েকশো সাংবাদিক মানববন্ধন করে সংবাদপত্র অফিসে হামলা এবং সাংবাদিক নুরুল কবিরের উপরে নির্যাতনের প্রতিবাদ জানান। উদ্যোক্তা গাজিপুর প্রেস ক্লাব। ২৪ ঘণ্টা সময় দিয়ে প্রশাসনকে চরমপত্র দিয়েছেন আন্দোলনকারীরা। সাংবাদিকদের স্পষ্ট হুঁশিয়ারি, হামলাকারীদের বিরুদ্ধে এখনই কড়া ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তাঁরা।

আরও পড়ুন-অপদার্থ রেলমন্ত্রক, আবার ভাড়া বৃদ্ধি, তীব্র নিন্দা তৃণমূলের

Latest article