নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিএলএ-দের নিয়ে সভা থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মহাত্মা গান্ধীর নামে কেন্দ্রের মনরেগা প্রকল্প ছিল কিন্তু মোদি সরকার সেই প্রকল্পের নাম বদল করে দেওয়ার তীব্র বিরোধিতায় সরব বিরোধীরা। দেশের ইতিহাস মোছার চেষ্টা করছে বিজেপি এবং মহাত্মা গান্ধীর নাম বাদ দিয়ে রাম নাম ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে এদিন এমনই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “গান্ধীজির নাম বাদ দিয়ে রাম নাম? দেশটাকে রাম নাম সত্য হে করে দিচ্ছে।”
আরও পড়ুন-দিল্লিকাণ্ডের পর এবার বড়দিনে শহরজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা লালবাজারের
কেন্দ্রের বিজেপি সরকার দেশের ইতিহাস, ঐতিহ্য বদলে দেওয়ার চেষ্টা বহুদিন থেকেই করছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার অভিযোগ করেছেন। এমতাবস্থায় গান্ধীজির নামের প্রকল্প কেন বদল করা হল সেই বিষয়ে সরব হয়েছেন বিরোধীরা। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে কেন্দ্রকে নিশানা করে বলেন, “গান্ধীজির নাম বাদ দিয়ে রাম নাম? দেশটাকে রাম নাম সত্য হে করে দিচ্ছে।” এরপরেই নাম না করে অমিত শাহকে নিশানা করে তিনি বলেন, “এইরকম হোম মিনিস্টার দেখিনি। স্বৈরাচারী, দূরাচারী। তিনি টোটালটা কন্ট্রোল করছেন। প্রধানমন্ত্রীও কন্ট্রোল করেন না। আমার সন্দেহ আছে। প্রধানমন্ত্রীকেও উনিই কন্ট্রোল করেন। দেশটাকে উনিই কন্ট্রোল করেন। দাঙ্গাকারীরা যদি দেশ চালায়, সেই দেশটার কী হতে পারে! দেখতেই পাচ্ছেন। মাথায় বুদ্ধি আছে! জাতির জনকের নাম বাদ দিয়ে কী করল! রাম নাম। রাম নামের প্রতি আমার কোনও আপত্তি নেই। ওটা তো একটা মহাকাব্য। কিন্তু আমি দেখেছি হিন্দিভাষীরা যখন মৃতদেহ সৎকারের জন্য নিয়ে যায়, তখন ওরা বলে, ‘রাম নাম সত্য হ্যায়। আর কত যাবে বাংলার সম্মান? বিশ্বকবি, বিদ্যাসাগর, গান্ধীজিকে অসম্মানিত হতে হবে? বাংলা ভাষার অস্মিতাকে অসম্মানিত হতে হবে?”

