জম্মুতে ডাস্টবিনের ধার থেকে অ্যাসাল্ট রাইফেল স্কোপ নাবালকের হাতে

বাড়ির বাইরে খেলার সময় ডাস্টবিনের পাশে লম্বা মতো জিনিস কুড়িয়ে পেল নাবালক। বাড়িতে ঢুকে মা-বাবাকে জিজ্ঞাসা করলে তারাও প্রথমে বুঝতে পারেননি।

Must read

বাড়ির বাইরে খেলার সময় ডাস্টবিনের পাশে লম্বা মতো জিনিস কুড়িয়ে পেল নাবালক। বাড়িতে ঢুকে মা-বাবাকে জিজ্ঞাসা করলে তারাও প্রথমে বুঝতে পারেননি। পরে বুঝতে পেরে গায়ে কাঁটা দিয়ে ওঠে সকলেরই। খবর দেওয়া হয় পুলিশে। জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) আসরারাবাদ এলাকায় ছয় বছরের এক নাবালক খেলতে গিয়ে খুঁজে পায় বাইনোকুলারের মত একটা জিনিস যদিও পরে জানা যায়, সেটি চিনের তৈরি একটি অ্যাসাল্ট রাইফেল স্কোপ। পুলিশে খবর দেওয়া হয়।

আরও পড়ুন-জীবন দিয়ে বিজেপিকে রুখতে হবে: ছাব্বিশের নির্বাচন নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

জম্মু-কাশ্মীরে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (NIA) হেডকোয়ার্টারের অদূরেই এই অ্যাসাল্ট রাইফেল স্কোপ উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, স্নাইপার রাইফেলের উপরে এই ধরনের স্কোপ ব্যবহার করা হয়। এই ঘটনার পরেই জম্মুর সিধরা অঞ্চলে জোর তল্লাশি শুরু হয়েছে। গোটা এলাকা চিরুনি তল্লাশি চলছে। এই স্কোপ উদ্ধারের পর সাম্বা এলাকা থেকে ২৪ বছরের এক যুবককে ইতিমধ্যেই আটক করা হয়েছে। স্পেশাল অপারেশন গ্রুপও এই ঘটনার তদন্ত শুরু করেছে। অন্যদিকে মোবাইলে পাকিস্তানি ফোন নম্বর পাওয়ার পর সাম্বা জেলা থেকে তানভীর আহমেদ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ওই ব্যক্তির সঙ্গে পাকিস্তানের কাদের যোগাযোগ রয়েছে, সেটা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা নিশ্চিত করছেন, আহমেদ দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের বাসিন্দা এবং বর্তমানে সাম্বায় বসবাস করছেন।

Latest article