লাইনচ্যুত টয়ট্রেন, ৫ জয় রাইড বাতিল

Must read

সংবাদদাতা, দার্জিলিং: ফের প্রশ্নের মুখে রেল। রক্ষণাবেক্ষণের অভাব। পর্যটন মরশুমে যাত্রীবোঝাই ট্রেনে (Toy Train) দুর্ঘটনা। সোমবার দার্জিলিংয়ের ম্যারিভিলার কাছে বাঁক নিতে গিয়েই লাইনচ্যুত হয়ে যায় দুটি বগি। তখন ট্রেনে ৫৮ জন যাত্রী ছিলেন। তড়িঘড়ি তাঁরা নেমে পড়ায় কেউ আহত হননি। যাত্রীদের অভিযোগ, বহুক্ষণ ট্রেনটি দাঁড়িয়ে থাকলেও কোনও সাহায্য মেলেনি। ট্রেনটি (Toy Train) লাইনেই দাঁড়িয়ে থাকে। এরফলে পরপর পাঁচটি জয় রাইড বাতিল হয়ে যায়। পাহাড়ে ঘুরতে গিয়ে জয় রাইডে ভ্রমণ করতে না পারায় ক্ষোভ উগরে দেন পর্যটকরা। বারে বারে টয়ট্রেনে দুর্ঘটনা ঘটছে রেলের অব্যবস্থার কারণে বলে অভিযোগ করেন তাঁরা।

আরও পড়ুন-ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী

Latest article