সিইও দফতরের সামনে বিক্ষোভ বিএলও-দের

Must read

প্রতিবেদন : বারবার অ্যাপের নিয়ম বদল। বদল করা হচ্ছে একাধিক নির্দেশেরও। এর জেরেই বিভ্রান্ত হচ্ছেন বিএলওরা (BLO)। একই সঙ্গে মানসিক চাপ বাড়ছে। এই একাধিক অভিযোগের প্রতিবাদে সোমবার রাজ্য সিইও দফতরের সামনে বিএলওদের (BLO) একটা বড় অংশ জমায়েত করেন। তাঁদের সহযোগিতায় শামিল ছিল বিএলও অধিকার রক্ষা কমিটি। কিন্তু ভেতরে ঢুকতে চাইলে পুলিশের বাধার মুখে পড়েন তাঁরা। আন্দোলনকারীদের আরও দাবি, মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েও তা পাওয়া যাচ্ছে না। এদিন সিইও দফতরের সামনে যেতেই পুলিশের সঙ্গে বচসা শুরু হয় তাঁদের। পরিস্থিতি হাতাহাতি পর্যন্ত গড়ায়।

আরও পড়ুন-আবার স্বমহিমায় পৌষমেলা, এবার পুরোপুরি পরিবেশবান্ধব

Latest article