মনরেগা প্রকল্পকে হত্যা করে ছিনিয়ে নেওয়া হয়েছে মহিলাদের অধিকার

Must read

নয়াদিল্লি: মনরেগা (MGNREGA) প্রকল্পকে হত্যা করে মোদি সরকার আসলে মহিলাদের রোজগারের অধিকারেই আঘাত করেছে। এই অভিযোগ করেছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। তাঁর কথায়, অনেক রাজ্যে ১০০ দিনের শ্রমিকদের ৯০ শতাংশই ছিলেন মহিলা। উপার্জিত অর্থে গ্রামের মহিলারা তাঁদের ছেলেমেয়েদের স্কুলে পড়াতেন, নতুন বই, জামাকাপড় কিনে দিতেন। মনরেগা (MGNREGA) প্রকল্পই প্রথম পুরুষ এবং মহিলা শ্রমিকদের মধ্যে সমতা এনেছিল। কিন্তু নতুন বিলে মোদি সরকারের সামন্ততান্ত্রিক মনোভাব স্পষ্ট। যুক্তরাষ্ট্রীয় আদর্শকে ধ্বংস করা হয়েছে। নতুন আইনে অবমাননা করা হয়েছে জাতির পিতা মহাত্মা গান্ধীকে ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। মনরেগা ছিল একটা অধিকার। মোদি সরকার সেটিকে ‘গিফ্টে’ পরিণত করে সরকারের দয়ার উপর নির্ভরশীল করে তুলতে চাইছে শ্রমিকদের। ডেরেকের অভিযোগ, কৃষিমরশুমে কৃষক-শ্রমিকদের কাজের অধিকার ছিনিয়ে নিয়েছে কেন্দ্র।

আরও পড়ুন-অন্তঃসত্ত্বা মেয়েকে পিটিয়ে খুন করল বাবা

Latest article