প্রতিবেদন : কয়েকদিনের মধ্যেই আরও বৃহৎ পরিসরে বিএলএ-দের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার নেতাজি ইনডোরে বিএলএ-দের সভায় নিজেই এ-কথা জানিয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমি ১০-১২ হাজার বিএলএ-দের নিয়ে বৈঠক করলাম। রাজ্য জুড়ে আরও বড় করে ভার্চুয়াল বৈঠক করবে অভিষেক।
আরও পড়ুন-যুবভারতী : খারিজ সিবিআই ও ইডি, চলবে পুলিশি তদন্ত
উল্লেখ্য, এসআইআর শুরুর আগে ও পরবর্তী ধাপে কোচবিহার থেকে কাকদ্বীপে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করে প্রত্যেকের দায়িত্ব নির্দিষ্ট করে দিয়েছিলেন অভিষেক। শুধু তাই নয়, কে কাজ করছেন আর কে ঢিলেমি দিচ্ছেন পুঙ্খানুপুঙ্খ তথ্যসহ তুলে ধরেন বৈঠকে। সংশ্লিষ্টদের সতর্কবার্তাও দেন। আগামী দিনে বিএলএ-২’এর কাজ অনেক কঠিন হতে চলেছে। সঙ্গে দলের বাকিদেরও প্রভূত দায়িত্ব থাকবে। ফলে এবার বৈঠক করে বিশেষ পথনির্দেশ দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

